নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

এইতো জীবন!

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৭

জীবনের সংজ্ঞাটা অনেকটা জীবনের মতো।

প্রানীর অস্তিত্বে থাকে প্রানের সংকট!

আমিও প্রানী,তবু সংকট প্রানের!

সস্তা শব্দে লিখি কবিতা।

প্রিয়ার চাহনি, প্রেমহীন ভালোবাসা।

এইতো জীবন!

জীবনকে বয়ে যাওয়া।





ধুলো, কাদা মাটি,

রুদ্ধশ্বাস, নাভীশ্বাস

প্রতিদিন ঘোলাটে মরণ।

অবিরত প্রশ্বাস,তবু তো বেঁচে থাকা!

মৃত্যুর দ্বার খুলে দিয়ে চলে সান্তনা!

এই তো জীবন!

জীবনকে বয়ে যাওয়া।



রহস্যেরা খুঁজে নেয় আশ্রয়

সপ্নের গহীনে।

প্রান খোঁজে প্রানীর অস্তিত্ব

জীবন খোজে কার?

তবু তো ঘুম শেষে আসে ভোর,

জীবন খুঁজে নেয় সপ্ন!

সপ্নের বয়সও হয় জীর্ণ।

জীবন শেখায় বেঁচে থাকা।

এই তো জীবন!

জীবন কে বয়ে যাওয়া.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.