নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

আজন্ম চাতক।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪



সেই প্রান্তর, খোলা আকাশ, সেই মেঠো পথ।

মেঘেরা তখনো উড়ে বেড়ায় সিগারেটের ধোঁয়ার মতো।

এই সব শুভ্র ধোঁয়ারা মেঘের মতো,

কালে কালে জমে বুকের কোনায় ক্ষত।

মেঘেরাও জমে, আকাশে বজ্রপাত !

জানি একদিন আমিও শিকার হবো

যে কোনো সাধারন একটি বজ্রপাতে।

ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের মতো আমার আত্মাও

অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বটে।

হাজারো বছর ধরে

নির্লজ্বের মতো ছুটে বেড়াবো,

তোমার এপাশ, ওপাশ, চারিপাশ।

নইলে সেদিন এমন কেন হলো?

তুমি এলে, আর বনে গেলাম চাতক।

শুধু তুমি ছিলে কুয়াশার মতো হয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

রোমেন রুমি বলেছেন: ফেইসবুকে পড়েছি ।

ভাল হয়েছে ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

পথিক নোমান বলেছেন: ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.