![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত "ভাস্বরে একুশ" এর মধ্যদিয়ে যাত্রা শুরু করলো কুমিল্লা সেনানিবাসের কবিতা ও আবৃত্তির সংগঠন "কাব্যচাষ"। "কবিতায় মননশীল জাগরণ" এ শ্লোগানকে হৃদয়ে ধারন করে একদল সপ্নবাজ তরুন এ যাত্রা শুরু করে। "জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে" এ শ্লোগানটি মননে নিয়ে ময়নামতি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গনে বিকেল চারটায় অনুষ্ঠানটি আয়োজন করে কাব্যচাষ আবৃত্তি চর্চা কেন্দ্র। সংগঠনটির পদযাত্রা উদ্বোধন করেন কাজি মাহতাব সুমন (কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ) সেই সাথে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি মোসলেহ উদ্দিন মিছির, বিশিষ্ট কবি মোঃ আলী আজনবি বিশিষ্ট কবি আরজুমান শিউলী ও কবি দুখাই রাজ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের আসরে উল্লিখিত কবিগন স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়াও কুমিল্লা জেলার বিভীন্ন আবৃত্তি সংগঠনের সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষনার পর নিজ নিজ বক্তব্যে শুভ কামনা ব্যাক্ত করেন কাজি মাহতাব সুমন (কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ) সেই সাথে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি মোসলেহ উদ্দিন মিছির, বিশিষ্ট কবি মোঃ আলী আজনবি বিশিষ্ট কবি আরজুমান শিউলী, সিদ্দকিুর রহমান রোমোন (সভাপতি, তীর্থ আবৃত্তি সংগঠন), খোঃ সারওয়ার হোসেন নাঈম (সংগঠক, কন্ঠসাধন আবৃত্তি পর্ষদ) প্রখ্যাত আবৃত্তি শিল্পী সুমন সালাউদ্দিন আল আমীন (ভিক্টোরিয়া কলেজ থিয়েটার)। এসময় কাব্যচাষের সাধারন সম্পাদক শাহাদাত নোমান সংগঠনের পক্ষ থেকে নিরলস কাজ করার প্রতিজ্ঞা ব্যাক্ত করেন।
কাব্যচাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচন ছিলো একটি স্মরনীয় মহুর্ত। প্রবাসে বসবাসরত বিখ্যাত কবি এমদাদুল কাদের এর দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই দুটি হলো "ইশ্বর জানেন কতবার আমি তার নাম নিতে গিয়ে তোমার নাম নিয়েছি" এবং "তুমি মিশে গেছ অস্তিত্বে আমার আমিত্বে"। এ সময় উপস্থিত ছিলেন বইটির প্রকাশক মাহদী আনাম( কালি কলম প্রকাশনা)। লেখকের পক্ষে উপস্থিত ছিলেন তার কন্যা মাহমুদা আক্তার শিমুল। মোড়ক উন্মোচন করেন কাজি মাহতাব সুমন। এখনে তিনি লেখককে অভিন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন, সে সাথে বক্তব্য প্রদান করেন মাহমুদা আক্তার শিমুল এবং প্রকাশক মাহদী আনাম।
অনুষ্ঠানটির আবৃত্তি আয়োজনে আবৃত্তি করেন কাজি মাহতাব সুমন (কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ), সিদ্দকিুর রহমান রোমোন (সভাপতি, তীর্থ আবৃত্তি সংগঠন), খোঃ সারওয়ার হোসেন নাঈম (সংগঠক, কন্ঠসাধন আবৃত্তি পর্ষদ), কন্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর তাসলিমা আক্তার তানিয়া, উৎপল দাস মাকসুদা আক্তার এবং ভীক্টোরিয়া থিয়েটারের রাকা সোহানা শারমিন। অন্যদিকে অনুষ্ঠানটিতে গান পরিবেশন করেন এ কে আজহার চৌধুরী (কন্ঠসাধন আবৃত্তি পর্ষদ)
এছাড়া কাব্যচাষের আবৃত্তি কর্মী শাহাদাত নোমান, জোনায়েদ আহমেদ রাহাত এবং তুহিন ফাহাদ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন শাহদাত নোমান, কাদের বাবু, সোহেল রানা বিপ্লব, জেনায়েদ আহমেদ রাহাত, ফাহাদ তুহিন ও নাজমুল হাসান জীম।
সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন "কাব্যচাষ আবৃত্তি চর্চা কেন্দ্র"র সভাপতি কবি দুখাই রাজ।
©somewhere in net ltd.