![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
আমিতো লিখতে চাই,
লিখতে লিখতে বলতে চাই আমার কথা।
যে কথা সবাই বলে সেই কথা।
আমাদের সকলের কথা।
শুধু লিখতে চাই না কোনো চাটুকার
সম্পাদকের পদলেহন করে।
অথবা, চাই না গলার মধ্যে সম্প্রচার
নীতিমালার নীল রঙ্গা মালা ঝোলাতে।
একই সাথে চাই না দেশের পুটকি মেরে
বার্থডে পার্টিতে বলতে ‘হৃদয়ে বাংলাদেশ’।
আমি আরো চাই না, আটচল্লিশ ঘন্টাকে
আটচল্লিশ হাজার ঘন্টায় রুপান্তরের নাটকে কুশীলব হতে।
নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়াতে চাই না
সহযোদ্ধার সন্তানের সামনে।
যখন সে জানতে চাইবে 'কাকু খুনিকে পেয়েছো'?
আমিতো লিখতে চাই,
প্রেম, বিরহ, যুদ্ধ, সংগ্রাম, রুটি-রুজি
আর একান্ত আপন অনুভুতি নিযে।
কলমের এক খোঁচাতেই প্রমান করতে চাই
সব ডুবে আছি আমরা অন্ধকার রাত্রিরে।
কিন্তু তার বিনিময়ে বেচতে পারবো না মাথা।
বেচে দিবো না আমার কাঁধ।
কারণ, আমার কাঁধের উপর বন্দুক তাক করা
মামুলি বিষয় নয়। ঐ কাঁধে ভর করে আছে হাজারটা স্বপ্ন।
আমি লিখবো আমার নিয়মে, আমার নিয়মই আমার ব্যকরণ।
এর সবই করবো আমি। করতে চাই তীব্র সাহস নিয়ে।
কিন্তু তার আগে প্রশ্ন রাখি, আমার রুটি-রুজি নিয়ে লিখবে কে?
(১০ অক্টোবর ২০১৪, কার্জন হল, ঢাবি)
২| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৫
হাসান বিন নজরুল বলেছেন: আপনি অন্যের জন্য লিখুন সবাই আপনার জন্য লিখবে...অথবা হাজারো বঞ্চিতের ভীরে আপনি আপনার জন্য লিখলেই সবার জন্য লিখা হয়ে যাবে