নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুতুড়ে হাওয়া

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

ভীতির প্রেতাত্মারা আমাকে গ্রাস করতে পারেনি তখনো;

যখন জ্বালিয়ে দিচ্ছিল্লাম শহরের ভিআইপি সড়কগুলো।

গাড়ির ভাঙা কাঁচে পা কেটেছিলো-

তবু পেছন ফিরে তাকইনি,

বলিনি আর নয়; চলো বাড়ি ফিরি।

ছুটেছিলাম অলিগলি ছাড়িয়ে

কোন এক নিরাপদ আশ্রয়ের খোঁজে।

তারপর আবার যাত্রা, ভাঙতে হবে

রাত ফুরাবার আগেই।

অথচ সেদিনও জানতাম না-

আমরা যে আলো জ্বালাতে চেয়েছিলাম;

মালা গেথেছিলাম স্বপ্নের নতুন দ্বীপের সন্ধানে,

সে দ্বীপ তলিয়ে গেছে কৃষ্ণগহ্বরে।

আজ যেনো কৃষ্ণগহ্বরে ক্রমেই ঢুকে পড়ছি আমিও,

আকাশে থেকে ছিটকে পড়া জেট প্লেনটার মতো।

তাই এতোসব ভেবে এই সন্ধ্যা রাতে

যে গুমোট হাওয়া বইছে ত্রস্ত ও দিশেহারা মনে-

ওমন গুমোট অদ্ভুতুড়ে হাওয়া আগে কখনো আসেনি।



(বিঃদ্রঃ "ত্রস্ত ও দিশেহারা" শব্দ দুটি মহীনের ঘোড়াগুলো ব্যান্ডের 'সেই ফুলের দল' গানটি থেকে নেয়া)





(০৩ নভেম্বর ২০১৪, পল্টন)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.