নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

বাসা খুঁজি উপরে

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

প্রেমিকারা সব মাথার উপরে থাকে

চাইলেই নামান যায় না, চুম্মা তো দুরের কথা।

চান্দের আলোতেও তাগো দেখা যায় না,

চান্দের থোন নিচে আর আমার থোন উপরে

হ্যালোজেন বাত্তির নিচে তাগো বাসা।

তারা সব প্রেমিকা থেইকা নাইকা অয়

নামতে কইলে ভাব দেখায়

তাই নামতে তারা নাহি চায়।

দেখতে চাইলে ঘাড়টা কোনাকোনি-

উপরে তুলতে অয়।

প্রতি রাইতেই নিচে নামে; তয়

বুড়া ভামগো ভোগে যায়।

খালি আমি আইতে কইলেই কয়

তুমিও উপরে আসো।

আইশা আমারে জাইত্তা ধরো।

আমিতো নাগাল না পাই

তাই তাগো ঠিকানা জিগাই।

ঠিকানা দেয়, তাতে লেখা “বিলবোর্ড”

আমারেও নাকি চালাইতে অইবো ‘ফোর্ড’।

কি চমৎকার পিরিত আমার;

আমিও বাসা খুঁজি তাই উপরে ।

ভালো বাসা পামু কি না কে জানে?

তয় হাসি পায় খালি হে হে… হে হে…।



(০৬ নভেম্বর ২০১৪, পল্টন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: প্রেমিকারা সব মাথার উপরে থাকে
চাইলেই নামান যায় না, চুম্মা তো দুরের কথা।


হাহাহা বেশ মজা পেলাম ।

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.