![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
সুন্দর বনে ঘটে যাওয়া ঘটনাকে ট্র্যাজেডি হিসেবে উপস্থাপনের একটি মহড়া চলছে। এটা পরিক্লপিত হত্যাকান্ড। হ্যা সুন্দরবনকে হত্যা করা হচ্ছে। রাসায়নিক পদার্থ ছড়াবে কি ছড়াবে না তার পরিক্ষা নীরিক্ষার জন্য ঘটনার তিন চারদিন পর বুয়েটে পাঠানো হয়েছে। ঘটনার সাথে সাথে কেনে পাঠালো না? তারা জানে না কি উপায়ে এই সমস্যার সমাধান করা যায়? রানা প্লাজার ঘটনাকে অনেকেই আদর করে ট্র্যাজেডি বলে। ভবনে ফাটল জেনেও শ্রমিকদের বাধ্য করা হয়েছিলো সেখানে কাজ করতে। ইজ ইট ট্র্যাজেডি?
সুন্দরবন খুৃন করে কার লাভ কার ক্ষতি বুঝছেন না? আপনারা দেখেন না কোনো বস্তি এলাকায় বহুতল ভবন নির্মানের আগে সেখানে ইশ্বর প্রদত্ত উপায়ে আগুন ধরে যায়। তারপর ভবন হয়। দেখেন নাই আপনারা? না দেখলে আপনারা অন্ধ। এখন মনে হচ্ছে এখানে তাই হয়েছে। আবরো বলবো, বারবার বলবো; যে দেশে কয়েক হাজার মানুষ এক নিমেষে মেরে ফেলার পরও কোন টু শব্দটি হয় না। সে দেশে এমন হাজারটা সুন্দরবন মরে গেলেও কারো কিছু যাবে আসবে না। যারা মানুষের মুল্য বোঝে না তারা গাছ পালা, পশু পাখির মুল্য কি বুঝবে? সিডরে কি উপকার এই বন আমাদের করেছে আমার তা ভুলে গেছি।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: বাঙ্গালী শিয়াল মুরগীর খাঁচায় ডুকলে দরজা লাগাতে জানে । বিষয়টি উপস্থাপনে
ধন্যবাদ ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
খেলাঘর বলেছেন:
" আমরা এর প্রতিবাদ না করলে আমার সত্যি ইসলামের ভাষায় "জিনা" করছি। সুন্দরবন আমাদের মা। মাকে ধর্ষন করছি। "
-সুন্দর বনের ভেতরের নদী হয়ে ভারী মালামাল, তেল বহন বন্ধ হোক।
'জিনা' ফিনা, এগুলো হাউকাউ; আপানর মগজে সমস্যা আছে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
পথেরদাবী বলেছেন: খেলাঘর আপনের কথায় এডিট মারলাম.... হয়তো অতি আবেগে লিখেছি। পরে দেখা যাবে এই এক কথা নিয়েই আমার চাইতে বেশি 'হাউকাউ' শুরু হবে। আসল কথাই আড়ালে পড়ে থাকবে। আপনার উপদেশের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২
খেলাঘর বলেছেন:
সুন্দরবন মা, আমাদের বাবা কে?