![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
ওরে বাইঞ্চোদ হারামির দল
থাম; থাম না এবার।
কাকে কি বলিস, কাকে কি বোঝাস?
শুধু বোঝানোর আগে জান-
তোরা মানুষ; নাকি পাষাণ?
হোগার কাপড় এটুকুও থাকতো না।
যদি না; আমরা হতাম তোদেরই মতো
বাইঞ্চোদ আর লাফাঙ্গা।
যতই গালি দেই আর যতো বলি
লাগবে না তোকে
তবুও তোদের সোনা চুষে সুখ নেই দিনে আর রাতে।
তবে সত্য হলো এটা,
বাইঞ্চোদের চ্যালারা তো বাইঞ্চোদই হবে
সাধের দেশটা তাই সমান দুই ভাগে।
শোন বাইঞ্চোদের দল;
এই দুই ভাগের মাঝে কারা যেনো আসছে-
হান্দাইতে ধন।
হালার পোলারা তখন বুঝবি;
পাছা মারা থেতে কেমন লাগে?
মনে রাখবা;
খেক খেক খেক…
সুযোগ সন্ধানী মামুরা সব সময় সব কালে থাকে।
(০৫ জানুয়ারি ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.