নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা....

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

“ঢেউয়ের আরেক নাম”



তুমি্ এসে এক ঝাপটায় আমাকে ভাসিয়ে দাও।

কখনো ভেঙে চুরমার করো, কখনো ভাসাও নতুন স্বপনে -

আবার আসবে বলে।

তুমি আবার আসো তীব্র বেগে, আমাকে ভাঙো আবার।

আমি স্বপ্নে ভাসি, সেই একই স্বপ্নে। যেই স্বপ্ন দেখি বারংবার।

এই ভাঙা গড়া আমার ভালো লাগে।

ভিষন রকম দোলা আমি অনুভব করি শরীর জুড়ে।

আমি তোমার নাম জানি না।

জানিনা তোমার বসত বাটি। তবু শুনেছি সবাই

তোমাকে ডাকে সমুদ্রের ঢেউ বলে।

তাই এই ঢেউকেই আমি চিনেছি আপন মনে।

আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছি খুব গোপনে।

আমি তোমাকেই ভালোবেসেছি।

সাথে তোমার ভাঙা গড়ার খেলাকে।

তবে শুনেছি ঢেউয়ের আরেক নাম নাকি উর্মি।



(১১ অক্টোবর ২০১৪, শাহাবাগ)





“শীতকে স্বাগত জানাই…”



শীতটা এবার তাড়াতাড়ি আসছে,

তাড়াতাড়ি এসে বোধ হয়

তাড়াতাড়ি পালাবে।

শীতটা তোমার মতোন,

আগে আগে সব বলে

আগে আগে হারালে।

তবু শীতকে স্বাগত জানাই, তোমাকে নয়।



(১৮ অক্টোবর, ২০১৪, সোহরাওয়ার্দী উদ্যান)







“নাটক…”



একটু না হয় নাটকই করো

ওটা তুমি ভালোই পারো।

আগেও করেছো এবারও করো

সত্যিটা না মিছেই বলো।

নাটক ছাড়া রক্ত ক্ষরণ

হৃদয় জুড়ে ইচ্ছে মতোন

অল্প নাটক গল্প করে

করোই না হয়,

মর্জি মতোন যখন তখন।



(১৯ অক্টোবর ২০১৪, ধানমন্ডি)





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.