নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আমি ঘুমিয়ে গিয়েছিলাম;

ঠিক তখনি এসে বললো আসো না কেনো আমার কাছে?

তাই তার কাছে গিয়েছিলাম, সে ভিষণ দুরবোদ্ধ-

শহরে বসে কল্পনা করা সবুজ মাঠের মতো,

নদীর মতো পাহাড়ের মতো-

পাহাড় ফালি ফালি করে বেয়ে আসা ঝর্ণার মতো।

আমি তার কাছে গিয়েছিলাম,

আমি আবার যাবো।



অদ্ভুত আঁধারের কথা বলেছিলো সে;

কোন সে আঁধার?

কারা চোখে বেশি দেখে?

সুরঞ্জনারা কই যায়?

আমিতো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসি না-

তবু কেনো বুক জমিনে কেঁদে বেড়ায় তোমার সোনালী ডানার চিল।

আমি কি তবে তোমারই সে পরাস্ত নাবিক?

মাথার ভেতর কি তবে আমারও একটা বোধ কাজ করে!



তুমি দুরবোদ্ধ তবু বোধের সীমার ভেতরেই থাকো।

ধরি ধরি করে ধরে ফেলি আবার উড়াল দিয়ে পালাও-

আর দিনে দুপুরে; শহরের কোলাহল মেখে

আমার মগজে এসে বলো-

আসো না কেনো আমার কাছে?

এ যন্ত্রনার কৈফিয়ত তোমাকে দিতেই হবে।

তাই আমি আবার আসবো ফিরে ধানসিড়িটির তীরে নয়;

কবি তোমারই কাছে; আমার অযাচিত প্রশ্নের উত্তরের খোঁজে।



(১০ জানুয়ারি ২০১৫, পল্টন)







মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

নেক্সাস বলেছেন: অনেক মুগ্ধ হলাম পড়ে। খুব ভালো লেগেছে। আমি প্রিয়তে টানালাম

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ....

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অদ্ভুত সুন্দর একটা লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.