নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

জোনাকির সাথে দেখা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

আটটি বর্ষা আগে-

ঘুটঘুটে অন্ধকারে জোনাকির সাথে দেখা।

কখনো এদিক কখনো ওদিক-

দুরন্ত ছোটাছুটি; যেনো শৈশবের কাঁনামাছি খেলছে তারা।

আমিও তাদের সাথে পাল্লা দিয়ে দৌড়াই-

ধরতে চাই; মুঠোবন্দি করবো বলে

আমারও কাঁনামাছি কাঁনামাছি খেলা।

হঠাৎই দুলছুট এক জোনাকি ধরা দেয় হাতে

যেনো খসে পড়া নক্ষত্র –

নাম তার নীহারিকা।



মুঠোয় ভরে আনি তারে; আর-

চোখ বুজে দেই সেই মুঠোতে।

দেখি-

সেকি অপরুপ জ্বলছে; জ্বলছে আর নিভছে।

কৈশরের ঐ কাঁনামাছি খেলা আমায় ফিরিয়ে নেয়

কোনো এক শৈশবে, যেবার দাদি বলেছিলো যাসনে পুকুর পাড়ে।

আমি গিয়েছিলাম, সেদিনও দেখেছি অসংখ্য জোনাকি।

কিন্তু কাঁনামাছি খেলিনি।



এসব ভাবতে ভাবতে সেই বর্ষার রাতে

মুঠবন্দি জোনাকি হুট করে বলে ওঠে-

ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়

এক উড়ন্ত মুক্ত প্রান জোনাকি আমি-

কেনো ধরে রাখো?

নিভলে তো জ্বলে উঠি-

কিন্তু তুমি?



আচমকা এমন প্রশ্নে হতচকিত আমি

হেরে যাই জোনাকির কাছে।

দলছুট জোনাকি ফিরে যায় দলে,

আর আমি বসে থাকি একা একা...



(০৪ ফেব্রয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব যত্ন নিয়ে লিখা ---আমার কাছে ভীষণ ভাল লেগেছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ....

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

তুষার কাব্য বলেছেন: দারুন শব্দমালা..!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ....

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আপনার সব কবিতাই আমি মন দিয় পড়ি| এটাও পড়ছি এবং যথারীতি ভাল লেগেছে|চালিয় যান

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ.... পাশে থাকবেন.... আশা করি....

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.