![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
ফাগুন নিয়ে অনেক হলো
প্রেম কাব্য; অনেক লুতুপুতু
প্রেম কাহীনি।
বেচা বিক্রি চলেছে চলুক-
ফাগুন এখন টুথপেস্ট।
কৃষ্ণচুড়া ডাকছে ডাকুক-
আমার ওতে মন নাই।
ফাগুন দিতে পারবো না ভাই-
এটা তুমি জেনে নিয়ো;
আর আমার থেকে আগুন নিলে
একটুখানি জানিয়ে দিয়ো।
ততক্ষন-
আমি ফাগুনের গুস্টি কিলাই।
(১২ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কৃষ্ণচুড়া ডাকছে ডাকুক-
আমার ওতে মন নাই।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
নবণীতা বলেছেন: ফাগুন তো আগুন ঝরা মাস। কেন ভাই এই মাসের ওপর এতো রাগ????????
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
অবনি মণি বলেছেন: ফাগুনে শুধু বুকের ভেতর আগুন জলে/আর কিছু নেই মন যে বলে !
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
সব কৃষ্ণচুড়া ঝরায়ে দিলেন তো?