নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

যে লাইন যার সাথে মিলে যায়.... না মিললে দুঃখিত.....

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৪

১. যাদের কাজ নাই তাদের কোনো ভুল নাই.....একেই বোধহয় ধোয়া তুলসি পাতা বলে....
২. দোষ করলে দোষী সাব্যস্ত করাই উচিৎ তবে তার আগে বিচারকের জানা থাকা উচিৎ ভুল আর ধোঁকাবাজির পার্থক্য কি? কোন দোষে তাকে দুষ্ট করবে.....???
৩. যেনোতেনো উপায়ে শিল্পচর্চার মোড়কে নিজের স্বার্থ হাসিল শিল্পচর্চা নয়..... ওটাকে সর্বোচ্চ দোকানদারি বলা যেতে পারে....
৪. মুদ্রার উভয় পিঠ থেকে বিশ্লেষণ করতে পারলে তবেই শিল্পী মানুষের কাছে যেতে পারবেন..... আমি একটা কিছু তৈরি করে ফেলেছি এই আত্মঅহম তাকে জনগণ থেকে দুরে সরিয়ে রাখে.... আত্মবিশ্বাস দরকার..... কিন্তু আত্মঅহম শিল্পীর মৃত্যু ঘটায়......
৫. সংগঠন একটি পরিবার হলে তার প্রত্যেক সদস্যের ভাত কাপড়ের খবরও রাখা প্রত্যেক কর্মীর দায়িত্ব, সেই সহায়তার হাত না বাড়ালে সংগঠন জতুগৃহে রুপ নেয়......
৬. নিজের শ্রেনীর ভিতরে প্রশ্ন ছুঁড়ে দেয়া.... তাদের গাত্রদাহ তৈরি করতে পারাও এক ধরনের বৈপ্লবিক কাজ..... নিজো শ্রেনীর সকল কুপমন্ডুকতাকে বৃদ্ধা আঙ্গুলি দেখানো কে যদি শ্রেনী চ্যুতির প্রথম স্তর না ধরতে পারি তবে আমরা অন্ধত্বকে কঠিন ভাবে বরণ করেছি..... নয়তো আমরা পারিনি এমন প্রশ্ন ছুঁড়তে নিজ শ্রেনীর সকল কুসংস্কার আর পুরোনো রীতিনীতির বিরুদ্ধে, যা অন্য কেউ পেরেছে.... এবং আমরা তা হজম করতে পারছি না.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.