![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
বেঁচে থাকার তাগিদেই কয়েকজনকে
কাছে টানতে চেয়েছি।
হাতটাও ধরিনি; কিন্তু মনে প্রেম ফেরি করে
ঘুরেছি শহরের এমাথা থেকে ওমাথা।
সংকট উত্তরনে এটাই বোধ হয়
সর্বোৎকৃষ্ট পন্থা।
আমার কাছে ধর্ষনের পর খুনকেই
পৃথিবীর জঘন্যতম অপরাধ মনে হয়।
তবে প্রত্যেকটা খুনির পেছনে থাকে
না বলা দুঃখ গাঁথা,
বেঁচে থাকার ভিন্ন কোন কৌশল।
কিন্তু ধর্ষকের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়…
(১৪ এপ্রিল ২০১৫, পল্টন)
২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: গদ্য লিখেছেন না কবিতা?
যদি বলেন কবিতা তবে বলব কিছুই হয়নি। আর গদ্য বললে কি বলল ভাবতে হবে।
আপনার অনেক কবিতা পড়ি। মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে, " আপনি কি মানের চেয়ে পরিমানের দিকে বেশি মনোযোগ দেন?"
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
পথেরদাবী বলেছেন: আপনার যা মন চায় তাই ভাবেত পারেন..... আমি আপনাদের কবিকুলে কোন ঝামেলা পাকাবো না এতোটুকু কথা দিচ্ছি। আমার অন্তত একটা কবিতা তো আপনার ভালো লেগেছে তাতেই আমি খুশি। কারো পছন্দ না হলেও লিখবো। প্রত্যেকদিন লিখবো। যা মন চায় লিখবো। আমি মানুষ খুন করছি না।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
পথেরদাবী বলেছেন: আপনি অনেক ভালো লিখেন তাই হয়তো খারাপ লেখা দেখলে মাথা ঠিক থাকে না। তা বুঝতে পারি। তবে অন্তত লেখালেখির ক্ষেত্রে এতোটুকু আপনাকে ছাড় দিতে হবে। রেগুলার খারাপ লেখা লোকদের দরকার আছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪৪
মাসূদ রানা বলেছেন: ভালো লাগলো কবিতাটা ...... ধর্ষকরা স্রেফ জারজ .......