![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
শীতলতা চাই।
কিন্তু মনে রেখো-
ঝড় কোন সু-বার্তা নিয়ে আসে না।
সাগরে ভাসমান উম্মতে আদমেরা-
ভেসে যাচ্ছে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে।
উত্তাল ঢেউয়ে প্রতিধ্বনীত হচ্ছে-
মাগো মাগো। সেই আওয়াজ বুকে এসে বাঁধে।
যেনো একটা বাজপাখি বিকট শব্দ
করে উড়ে বেড়ায় বুক জমিনে।
ধারালো নখে আঁচড় কাটে নিঃসঙ্গ বুকে।
আমি বলি থামো!
সে থামে না,
বাজপাখি উড়ে বেড়ায়
উড়ে বেড়ায়
বিকট শব্দ করে-
বুক জমিনে।
(১৫ মে ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.