![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
১.
ইটের দেয়াল দেখে দেখে-
শক্ত হোক মন।
হারিয়ে যাক রাধা-কৃষ্ণের গল্প,
হারাক মানবিক সব রুপকথা।
ঝাউয়ের বন ভেদ করে
উড়ে যাক উড়াল সেতু। ততদিন
আমরা অমানুষ হবার কৌশল প্র্যাকটিস করি।
২.
উন্নয়নের জোয়ারে ভেসে যায়-
আদমের দ্বীপ। কুল খুঁজে পায় না-
হাতড়ায় সাগরের মাঝখানে।
উন্নয়ন তুমি প্রেমের নাম করে
এক প্রতারক প্রেমিক অথবা প্রেমিকা।
তুমি দুষিত নগরীর, তুমি নির্লজ্জ,
তৃমি মিথ্যা মিথ্যা মিথ্যা।
(২৪ মে ২০১৫, কর্মস্থল)
©somewhere in net ltd.