![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
উল্টা পথে হাইটা আসা তুমি-
তোমারে আমি দেখি।
এক মাইল দুরে খাড়াইয়া থাকা
ল্যাম্পপোস্টের আলোর আমার দরকার নাই
ওই অল্প আলোতে অতো দুরে আমি তোমারে
ঠাউর করতে পারি সুন্দরী। আমি বুঝি কে আইতাসে।
আমি আরো বুঝি-
মৃত্তিকার রং এক না যেমন
তেমন তোমার মন; বহু রকম।
তবে কাছে আইলেই তোমার ওই দেমাগি চোখ
আমারে ভাবায়, আমি ভাবি-
কি আমার দোষ!
অবশ্য-
পরে বুঝি, চোরের মায়ের বড় গলা।
আর এই বড় গলা তো হইবোই, কেননা
তুমিই তো এই বঙ্গে বাস করো
যেইখানে রাস্তার মোড়ে মাস খানেক গলা ফাটাইলেই
নেতা হওয়া যায়। যদিও হাসি পায়
আবার কান্দনও পায়, ভাবি হায়
কার লগে প্রেম করসিলাম
এতোদিন….!
(২২ জুন ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ রাত ১:০৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: খারাপ না