![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
সাদামন সবুজ টিয়া
উড়ে আসে জুড়ে বসে
রাঙা ঠোটে গান গায় কার্ণিশে।
শেষ রাতের অবিরাম বর্ষণের
ছাপ গায়ে মেথে যুবুথুবু-
জানলার গ্রিল ধরে ঝুলে থাকা পাতাবাহার।
পুরো ঘরে ইঁদুরের বসতি-
রাতভর সভা শেষে পরবর্তি
আক্রমনের অপেক্ষায় ঘুমায় এখন।
এমন সময়,
পদ্মার পাড় খুব মনে পড়ছে,
একটা নৌকা বাঁধা ছিলো
প্রচন্ড কালোরঙা আকাশ সাথে করে
উত্তাল নদী পাড়ি দেবার কথা ছিলো মাঝির।
সে নৌকায় আমারও থাকার কথা ছিলো-
খুব ভার করা মন আর রক্তচক্ষু নিয়ে
শুন্যে তাকিয়ে।
(২৭ জুলাই ২০১৫, পল্টন)
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০১
পথেরদাবী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০
বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লেগেছে।
ভালও থাকবেন।