![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
বিধ্বস্থ নগরের শেষ দু’টি প্রান মরে গেলে পরে-
চারিদিকে সবুজের ঘ্রান নেই, শুধু মাটি পোঁড়া গন্ধ।
অথচ-
এখানেও প্রান ছিলো
গান ছিলো
নাম ছিলো বেওয়ারিশ বলে ভাসছে যারা।
তবে গল্পের টুইস্ট এখানেই,
কিছুদিন আগে নাকি-
একটি সবুজ চারাগাছ মাথা তুলে
জানিয়ে দিয়েছে নতুন প্রানের কথা।
শোনা যায়-
প্রসবকালে মা গাছটি লাল জামা পরা ছিলো।
(৩০ জুলাই ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.