![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
জনৈক নায়ককে দিয়ে জনৈক পরিচালক বলিয়েছেন-
"সুন্দরবনে সিংহও থাকে"........
শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জাতির টুর্নামেন্টে
বাঘ, সিংহ আর হরিণ এখন কানাামাছি খেলায় ভিষণ ব্যস্ত।
উইন উইন সিচুয়েশনে তারা প্রত্যেেই আছে।
শুধু হরিণের...
সারা বিশ্বের শিশুরা যখন মারদাঙ্গা ভঙ্গিতে কামানের সামনে
আমি তখন স্নাতোকত্তোর ডিগ্রি অর্জনে ব্যস্ত।
এতোটা বেহায়া হয়ে বেড়ে উঠবো জানলে
গর্ভ থেকেই বলতাম-
মা, আমাকে এখানেই মেরে ফেলো।
(১৪ অক্টোবর ২০১৫,...
ব্যবসা বানিজ্য বেশ ভালোই যাচ্ছে রুপমের। রুপম তার ব্যবসা আরো সম্প্রসারণ করবে বলে মনস্থির করেছে মাস দু’য়েক হলো। আমদানি-রপ্তানির ব্যবসা। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করেই এই ব্যবসা শুরু করে রুপম। ব্যবসা...
এমন ব্যক্তিক সংকটে এর আগে কখনো পড়িনি।
তাই সেলফোনে আলো জ্বেলে লিখি রাতের কবিতা-
“এখন শরতেও বৃষ্টি ঝরে অঝরে বর্ষার মতোন,
ভেতরে বাহিরে।“ হতে পারে-
এ কবিতা প্রেমের, দ্রোহের অথবা ব্যর্থ পুত্রের...
কার যেনো মৃত্যুর ঠিক পূর্বে একটা ঘরে আমার ডাক পড়েছিলো।
আবছা মনে পড়ে, সবার অপেক্ষা ছিলো সেদিন-
কখন আসবো আমি। ওদের মতো আমারও অপেক্ষা ছিলো
বহুকাল, এমন একটি ডাক পাবার। অবশেষে...
এখনো এরা সোভিয়েত জ্বরে ভোগে
ওদিকে আরব্য রজনী শুনে ঘাড়ে
কোপ ফেলে "পবিত্রজনে"। দুটোরই অন্ডোষ
বিদেশি বলে নিথুত তৈরি। এগুলারে খাসি
করাইতে হইবো।
(২৯ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
বাতাস, চাঁদ আর প্রিয় শহরের সাথে
প্রতিদিন জয়েন্ট ইন্টারোগেশন সেলে বাকচিত হয়,
ব্যর্থতার ইনভেশটিগেশন চলে রাতভর!
উত্তরে কিছুই বলি না, শুধু ভোরের আলোয়
একটা সিগারেট জ্বালিয়ে জানিয়ে দেই-
ভেসে যাওয়া ধোঁয়ার...
ভ্রম্মান্ডের চ্যাম্পিয়নের দেশে
সুন্দরী গাছ ফিক করে হেসে লজ্জায় মুখ লুকায়।
বনের বাঘ আর মহিষ এক ঘাটে দু’পেগ মেরে
পশুরের পাড়ে গা এলাইয়া বকে-
কানা চোদার দেশে চোরেও আইজকাল-
শালিশের মাথা। ওদিকে-...
হ্যা; নানান ভাবেই আমরা আশ্রয় খুঁজছি
একটু ভালো থাকার। কিন্তু-
\'ঝিঙে ফুল\' কবিতা পাঠের দিনগুলো মনে আছে?
যখন শুন্যতা বলতে শুধুই বুঝতাম-
ঘরভর্তি খেলনাপাতির অভাব।
তাই মাঝে মাঝে ভাবি-
চাহিদা আর যোগানের হিসেবটা...
পুলসিরাত পার হবার পূর্বে
তোমার সাথে একবার
মদ বিনিময় সভা করতে চাই। এরপরে-
মাতাল হয়ে ইশ্বরকে জানিয়ে দিবো-
আমাদের প্রেম কেমন ছিলো।
একমাত্র ওসময়ই আমি সত্য বলি....
(২২ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
কবির কথা মতো আমারে আগন্তুক
আইসা জিগাইলো-
তুমার চুখ এতো লাল কেনো?
উত্তরে বলিলাম-
ভায়া, এই মাত্র শাল্টু ফাটাইলাম,
কোন সমস্যা?
কার চোখ লাল আর কার চোখ নীল
তা নিয়ে তোমাদের কি?
কবিরই বা কি, তারেই বা কেনো...
অতটা মহৎ নই আমি;
ভিষণ হিংসুটেও বটে।
তার ঠোঁটে কার কার যেনো
লালা লেগে আছে;
সেখানে আর প্রেম নেই।
প্লিজ একটা সিগারেট হবে
তাহলে যদি নেশাটা কাটে।
(২১ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
এই কবিতাটি তাদেরই জন্য-
যাদের এমন বিকেল ভালো লাগে না।
কেননা-
এমন বিকেলে নেফারতিতি একবার হেসেছিলো-
গজো দাঁতে, সেদিন টোল পড়েছিলো
গালে, আর বলেছিলো-
বাউন্ডুলে ছেলে এবার নিভে যাও
আকাশে আর আলো ছড়াবে না চাঁদ,
অন্ধকার বুকে নিয়ে...
এমন একটা মৃত্যু নামুক
শহরজুড়ে-
হৃদয়গুলো খুব কাঁপিয়ে
ফুল পাখি আর গাছ কাঁদিয়ে
মিথ্যে অহম তখন থামুক
শেষ একটা মৃত্যু নামুক।
শহরটা খুব নীরব থাকুক
সন্ধ্যেকালে-
গানের আসর জমবে তবে
হু হু করে গাইবে সবে
নতুন রকম মৃত্যুগীতি,
শুনবে নাকি...
©somewhere in net ltd.