![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
এই কবিতাটি তাদেরই জন্য-
যাদের এমন বিকেল ভালো লাগে না।
কেননা-
এমন বিকেলে নেফারতিতি একবার হেসেছিলো-
গজো দাঁতে, সেদিন টোল পড়েছিলো
গালে, আর বলেছিলো-
বাউন্ডুলে ছেলে এবার নিভে যাও
আকাশে আর আলো ছড়াবে না চাঁদ,
অন্ধকার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ো।
কবিতাটি তাদের জন্য-
যাদের জীবনের পুরোনো গল্প
আবার নতুন রুপে শুরু হয় না,
কিন্তু শেষও হলো না আজো।
যারা স্লোগানে স্লোগানে মিছিলে মিশে যায়
আর চোখ করে ছলছল প্রেমিক অথবা প্রেমিকার
মুখ ভেবে। এমন কবিতা তারা লিখে নিক তাদের নামে।
আমরা জানি, এমন বিষন্ন বিকেলের শেষে
আলো নিভে যায় আর সবাই ছোটে নির্দিষ্ট গন্তব্যে।
অথচ, শহরের সোডিয়াম আলোর নিচে
গুমোট নিরবতা উপভোগ করে গন্তব্যহীন যারা
হিসেব কষে চাওয়া পাওয়ার প্রতিটি মুহুর্ত,
এই কবিতাটি তাদেরই হোক।
(১৯ সেপ্টেম্বর ২০১৫, পল্টন)
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
পথেরদাবী বলেছেন: ওটা দরকার পড়লে বের হয়.. :-)
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
আরণ্যক রাখাল বলেছেন: ভাই, তাহলে কবিতাটা আমার জন্য| আজ ব্রেকাপ হয়েছে| থাক আমারই
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
পথেরদাবী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
পল্টনে গেলে তো মুখ থেকে ঝাঁ ঝাঁ শেখ সাহেবী বক্তব্য বের হওয়ার কথা।