নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বোতলে পুরাইন্না....

দ্যা প্রেসিডেন্ট

জ্ঞান ছড়িয়ে পড়ুক সর্বত্র...

দ্যা প্রেসিডেন্ট › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্ত হবেন না!

৩০ শে জুন, ২০২০ রাত ১:৫৫


সম্মানিত ব্লগারস এন্ড অল পিপলস,
আমাদেরকে নিয়ে আপনারা অনেক সমালোচনা করলেন। তিলকে তাল করে ছাড়লেন। জ্ঞানীদেরকে আমাদের সঙ্গ নিতে বাধা দিলেন। আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। রাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছেন শতবছরের জন্য। অনেক হয়েছে আর না, এখন একটু আমাদের কৃতিত্ব নিয়ে প্রশংসার শ্লোগান তুলুন।


করোনায় এই পর্যন্ত আমাদের দেশে আক্রান্তের সংখ্যা ১৪১,৮০১ জন এবং মৃত ১,৭৮৩ জন। অন্য দিকে বৃটেনের আক্রান্তের সংখ্যা ৩১১,৯৬৫ জন এবং মৃত ৪৩,৫৭৫ জন। আসুন এখন একটা সহজ হিসেব মিলাই। বাংলাদেশের আক্রান্তের সংখ্যা বৃটেনের অর্ধেকের প্রায়ই কাছাকাছি। সেই দিক বিবেচনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা ৪০ হাজারের উপর না হলেও তার সমান হওয়ার কথা। কিন্তু এখানে আমরা কমিয়ে এনেছি মাত্র ১৭৮৩ জনের কোটায়। আপনি স্বীকার করুন আর নাই বা করুন, এটা অবশ্যই আমাদের সফলতা।

অনেকে এই সংখ্যায় গড়মিল রয়েছে বলে দাবি করত আমাদের উপর বিভিন্ন অপবাদ চাপিয়ে দিচ্ছেন। তাদের দলিল হচ্ছে, বৃটেনের চিকিৎসা ও সচেতনতার হার বাংলাদেশের চেয়ে অনেক উপরে। তারা এখনো রাস্তায়, মার্কেটে সব জায়গায় একজন আরেকজনের থেকে নিম্নতম তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করে। তাদের ডাক্তাররা আমাদের থেকে অনেক সচেতন, অভিজ্ঞ ও পরিশ্রমী। অথচ তাদের দেশের মৃত্যুর হার আমাদের থেকে অনেক অনেক বেশি। এই গ্রুপের দাবি আমরা নাকি সংখ্যা কমাচ্ছি। সম্মানিত ব্লগারস এন্ড পিপলস, তারা বুঝতেই চায় না যে এটা আমাদের কতবড় অবদান। এখনো তারা আমাদের পেছনে লেগে আছে। আমাদের মদিনা সনদের সৃষ্টিকারীর হাতে সৃষ্টিকর্তা যে গ্রন্থ পাঠিয়েছিলেন সেখানে এদের সম্পর্কে বলা হয়েছে, "আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহা শাস্তি।" সুরা বাকারা, স্লোক নং ৭


সম্প্রতি কিছু দাঙ্গাবাজ বুদ্ধিজীবী আমাদের কোভিড ইউনিটের বিরুদ্ধে নিচের অপবাদটি চালিয়ে যাচ্ছে। আপনাদের সচেতনতার স্বার্থে নিচে হুবহু তা তুলে ধরা হল।

'আমাদের বুচরি মেডিকেলে ১ মাসে কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী ২০০ জন ডাক্তারের খাবারের বিল ঠিকাদার দেখিয়েছেন ২০ কোটি টাকা।
১ মাসে ২০ কোটি টাকা তে প্রতি ডাক্তারের ভাগে পরে ১০ লাখ টাকা।
সেই হিসেবে প্রতিদিন খাবার খরচ পরে ৩৩৩৩৩ টাকা।
সে হিসেবে প্রতিবেলায় ১১,১১১
২ পিস রুটির মূল্য ৭০০০ টাকা
১ টা কলার মূল্য ২০০০ টাকা
১ টি ডিমের মূল্য ১০০০ টাকা
১ টি ওয়ান টাইম প্লেটের মূল্য ১০০০ টাকা
১ টি টিস্যুর মূল্য ১১১ টাকা'


অথচ আমাদের এই মহান সেবকগণ সকালের নাস্তা করেন নিম্নের যতসামান্য খাবার দিয়ে।

এখন বুঝেন আমরা কোথায় আছি। বাস্তবে আমরা আপনাদের জন্য কত কষ্ট স্বীকার করছি আর আমাদের বিরুদ্ধে কী অপবাদই না রটানো হচ্ছে!


সম্মানিত ব্লগারস এন্ড পিপলস,
আপনাদের নিকট আকুল আবেদন, দয়া করে আপনারা এসকল অপবাদকে সত্য বলে বিশ্বাস করে বিভ্রান্ত না হয়ে আমাদের পাশে দাঁড়ান। আমাদের পরিশ্রমকে মূল্যায়ন করত আমাদের বিরুদ্ধে অপবাদ প্রচারকারীদের ধরিয়ে দিন। আমরা সর্বদা আপনাদের সুস্বাস্থ্য কামনায় ও সেবায় নিয়োজিত।

দ্যা প্রেসিডেন্ট
২৯-০৬-২০২০


(ছবিঃ গুগল ও ফেবু)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ২:০০

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ব্যস্ততার কারণে লেখাকে সাজানো যায়নি। আপনারা নিজ জ্ঞানে লেখা থেকে জ্ঞান কুড়িয়ে নিয়ে সর্বত্র আলোকিত করুন।

২| ৩০ শে জুন, ২০২০ রাত ২:১৬

মা.হাসান বলেছেন: পেছিডেন ছার, আপনে এখুন কুথায়? ছিনগাপুর? কানাডা? না আম্রিকা?

ডাকতর রা হইলো বদের বদ। কেন হ্যাগো বাইত খাওন নাই? সরকার হ্যাগো রাইন্না - বাইড়া খাওয়াইবো ক্যান?
হ্যাগো বাপ-মায় পিন্দনের লাইগা কাপড়া দেয় না? এত পিপিই করে ক্যান?

পাবলিক গুজবে অহন কান দেয় না। আপনি কুনু টেনশন লইয়েন না কইলাম

৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৫১

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: অনেকেই আমাদের অবস্থান জানার চেষ্টা করছে। দেখুন, আমরা করোনাকে প্রতিহত করার পুরো ক্ষমতা রাখি, সুতরাং যাই করোন এদিকে করোনা পাঠানো যাবে না। আমরা জ্ঞানে কম ভাইবেন না ;)

'ডাকতর রা হইলো বদের বদ। কেন হ্যাগো বাইত খাওন নাই? সরকার হ্যাগো রাইন্না - বাইড়া খাওয়াইবো ক্যান?
হ্যাগো বাপ-মায় পিন্দনের লাইগা কাপড়া দেয় না? এত পিপিই করে ক্যান?  '

আপনি জ্ঞানী লোক, নাগরিক হিসেবে আপনি যথেষ্ট সচেতন। রাষ্ট্রি ধন্যবাদ জাইনেন। সবচেয়ে বড় সান্তনাডা আপনি আমারে দেয়ালছেন! সৃষ্টিকর্তা আপনারে বুদ্ধিবৃত্তিক চিন্তা চালিয়ে যাওনের পথে অটুট রাখুক।

৩| ৩০ শে জুন, ২০২০ রাত ২:২২

রাজীব নুর বলেছেন: বিভ্রান্ত না হয়ে উপায় নেই।
একেক জন একেক কথা বলে। একজনের কথার সাথে অন্যজনের মিল নেই।

৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৫২

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: এটাই জনগণ!


আপনি কতদিন জেনারেল ছিলেন?

৪| ৩০ শে জুন, ২০২০ ভোর ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: আজ আরটিভিতে একটা নিউজ দেখলাম । চিকিৎসা অভাবে ডাক্তার নার্সের অবহেলায় একজন বৃদ্ধ লোক মারা যায় যা রিপোর্ট করতে রিপোর্টারও কাঁদে।

৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৫৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: এইসবে কান দিয়েন না। আপনি/আপনারা জ্ঞানী লোক। এসব যে ফেক নিউজ হেইডা বিশ্বাসে রাইখেন। তাইলেই আপ্পনি সুস্থ থাকয়ে পারবেন।

৫| ৩০ শে জুন, ২০২০ ভোর ৬:৩৬

কৃষিজীবী বলেছেন: মা.হাসান বলেছেন: পাবলিক গুজবে অহন কান দেয় না। আপনি কুনু টেনশন লইয়েন না কইলাম

৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৫৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: হাচা কথায় হক্কলে সমর্থন দেয়!

৬| ৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অনেক কম এতি অবশ্যই বড় ধরনের সফলতা আল্লাহ তায়ালার অশেষ কৃপায়। শোকরিয়া আদায় করি।

৭| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৪২

আজাদ প্রোডাক্টস বলেছেন: ওমা কি সুন্দর গুদু গুদু লুতুপুতু ছবি।

৮| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৭

পদ্মপুকুর বলেছেন: পেসিডেনের কতার উপ্রে কতা নাই!

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে মৃত্যুর হার কম এর কারণ চিকিৎসা ব্যবস্থা না বরং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। এদেশের ( এই অঞ্চলের) সাধারণ মানুষ অন্য দেশের তুলনায় অধিক মাত্রায় জীবাণুর মধ্যে থাকার কারণে তাদের চেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। এছাড়া আরও স্বাস্থ্যগত কারণ থাকতে পারে যা এখনও অজানা। আমাদের বস্তিগুলিতে এই রোগ কেন ব্যাপকভাবে হানা দিচ্ছে না তা জানা প্রয়োজন। চিকিৎসকদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই প্রশংসা করা দরকার (ব্যতিক্রম ছাড়া)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.