![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর ভিসি'র প্ররোচনায় হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী কিছু কুলাংগার
মাত্র দশ হাত দূর থেকে নিজের সহকর্মীদের লাঞ্চিত হতে দেখে লজ্জায় অপমানে "আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ" বলে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক ড. জাফর ইকবাল !!!
আর এতে ছাগু-কেল্লা(বাঁশের-কেল্লা)সহ জামাত-শিবির সমর্থিত সব পেইজ এবং তাদের সমর্থকদের টাইমলাইনে উৎসবের বন্যা বইছে যেন ওদের "বাপের বিয়ে লেগেছে" !
এই একটা সুযোগে ছাত্রলীগের সমালোচনা করে এদের ধুয়ে দিতে পারতো ওরা, কিন্তু মাথা মোটার দল তা না করে উলটো জাফর ইকবাল স্যারের মত নিরীহ একজন মানুষ যার হাতে একমাত্র কলম ছাড়া আর কোন অস্ত্র নেই,তার অপমানে খুশিতে বগল বাজাচ্ছে।
আহাম্মক আর কাকে বলে !!!
২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯
ফাহাদ মুরতাযা বলেছেন: এখন জামাত-শিবির??? !!!
নাহ, আয়োডিনের ঘাটতি আর পুরন হবে না!!!
আসল আহাম্মক এই পোস্টের লেখক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২
প্রিন্স-নিশো বলেছেন: চিল কান নিয়ে গেছে আর চিলের পেছনে দৌড় মারলাম ! আরে ভাই জামাত-শিবির নিয়ে কি লিখেছি তা না পড়েই আয়োডিনের ঘাটতি পেয়ে গেলেন ?
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬
সামুরাই_কাতানা বলেছেন: আপনার স্যার এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছেন। এখন ছোবল খাচ্ছেন। সবাই তার একটু কষ্টটাকে ভাগ করেছেন এই আর কি।
৪| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
মেঘ বালকের কথা বলেছেন: জাফর ইকবালের প্রধান সমস্যা হলো ঐ ব্যাটা জামাত-শিবির পচ্ছন্দ করেনা, ৭১ সালে যারা অখন্ড পাকিস্তানের স্বপ্ন ধারণ করত তদের নিয়ে তীর্যক মন্তব্য করে, রাজাকার বলে গাল দেয়! কি সাহস... ওরেই আসলে লীগের পেটানো উচিত ছিলো! এই ব্যাটার আর একটা কাজ হলো পোলাপানরে খালি উজ্জল ভবিষৎএর স্বপন দেখায়। রাজাকারের শত্রু কোথাকার... তাই না?
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০
আমি আবুলের বাপ বলেছেন: ছাত্রলীগের সমালোচনা করে অনেক ধোয়া হয়েছে।কাজ হয় নাই।এখন ধোয়ার সময় যাদের প্রশ্রয়ে এই আকাম কুকাম করে। উনি কোনদিন ছাত্রলীগের সমালোচনা করেন নাই।বরং প্রশ্রয় দিয়েছেন। আপনি নিচের লিঙ্কে যান। কত গুলো ঘটনায় আপনি বা আপনার স্যার ছাত্রলীগের সমালোচনা করে ধুয়েছেন?
ছাত্রলীগের হাতে পাঁচ বছরে ৬৫ শিক্ষক লাঞ্ছিত।
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/3/44/118347#.VeTSdSv-Q2l