নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://lifestyletips24.com/

প্রনয় দেব

প্রনয় দেব › বিস্তারিত পোস্টঃ

লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে অর্ধনগ্ন হয়ে রাস্তায় মিছিল!

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

যত দিন পুরুষদের খালি গায়ে ঘুরে বেড়ানোর ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না, নারীদেরও একই সাংবিধানিক অধিকার দিতে হবে। অন্যথায় পুরুষদেরও বুক ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে।’ গতকাল রোববার সপ্তম আন্তর্জাতিক ‘গো টপলেস ডে’-তে এমনই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় মিছিল করে অর্ধনগ্ন নারী-পুরুষ। শরীরের উপরের অংশ অনাবৃত রেখে ম্যানহাটনের পথে হাঁটতে দেখা যায় অসংখ্য নারীকে। তাদের হাতে ছিল লিঙ্গ বৈষম্য বিরোধী পোস্টার ও ব্যানার। বিশ্বজুড়ে এদিন আয়োজন করা হয় অন্তত ৬০টি অভিনব প্রদর্শনী ও অনুষ্ঠান। ‘গো টপলেস’ আন্দোলনের জন্ম হয়েছিল নিউইয়র্ক শহরেই। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এখন নারী-পুরুষ নির্বিশেষে উর্ধ্বাঙ্গ উন্মোচন বৈধ জানিয়েছেন গো টপলেস প্যারেডের অন্যতম প্রবক্তা র‌্যাচেল জেসি। এদিন দুপুর ২টায় কলম্বাস সার্কেল থেকে শুরু হয় পদযাত্রা। এরপর টাইমস স্কয়ার হয়ে ব্রায়ান্ট পার্কে তা পৌঁছায়। ব্রুকলিনের ‘বুবি ট্র্যাপ’ পানশালায় জমায়েতের শেষে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেসি বলেন, ‘যে দিন নারীর বক্ষদেশ নিয়ে পুরুষের মনের কৌতূহল মিটবে, যে দিন এই দৃশ্য তাদের গা-সওয়া হয়ে যাবে, সেদিনই এই আন্দোলন সার্থকতা পাবে।’ ‘গো টপলেস’ আন্দোলনের শরিক হলিউড অভিনেতা ব্রুস উইলিস ও ডেমি মুরের কন্যা স্কাউট উইলিস। ইতোমধ্যে তিনি কয়েকটি টপলেস শো’তে অংশ নিয়েছেন। নিউইয়র্ক শহরে উর্ধ্বাঙ্গ উন্মোচন করে বাজার করতেও দেখা গেছে তাকে। লিঙ্গের সাম্যই এই আন্দোলনের প্রধান লক্ষ্য



http://bangladeshpress.com/news/view/43952

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.