নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://lifestyletips24.com/

প্রনয় দেব

প্রনয় দেব › বিস্তারিত পোস্টঃ

একটা গোপন কথা

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

“একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার”
গান টা গাইতে গাইতে এগিয়ে যায় শিশির। সামনে মিষ্টি হলুদ রঙের শাড়ি পরে,চুল গুলো ছেরে দিয়ে দাঁড়িয়ে আছে অনু।
পহেলা ফাল্গুন
অনু হাস্তে হাস্তে বলে “হয়েছে হয়েছে বুঝেছি I love u too !”
“আরে আমি তো I love u বলিনি!”
“এইতো বললে”
শুনে হেসে ওঠে শিশির
“আচ্ছা শিশির আমাদের সম্পরক কয় দিনের?”
“৩ বছর ২ মাস ১০ দিনের”
“কেন?,তুমি আজ আমাকে সত্যি করে বলতো প্রতিদিন তুমি এই কথা টা কেন জিজ্ঞেস কর?”
ভাড়ি স্মড়ে অনু বলে” এমনি ভাল লাগে তাই”
“যাক জিজ্ঞেস করো তাও তো ভালবাস!”
অনু কথা এড়িএ যায়।
“আচ্ছা অনু আমি তোমাকে প্রতিদিন কত বার বলি I love u ,তুমি এক বার বলো না?
বলতে ইচ্ছা করে না?”
“I love u too বলতে বলতেই তো সময় যায় র কি বলবো?”
অনিচ্ছা সত্তেও হাসে শিশির।
প্রতি রাতে অনুর ফোন ওয়েটিং এ থাকে,শিশির কখনো জিজ্ঞেস করে না,কারন অনু আগেই বলেছিল
তার কোন কাজের কইফিয়ত দিবে না।
শিশির আর অনুর রিলেশন শুরু মোবাইলে,আননোন নাম্বার থেকে,
প্রথম দেখায় অনু কে ভাল লাগে শিশিরের ,
বন্ধুদের কথা না শুনে বন্ধুত্ত ছিন্ন করে অনু কে নিয়েই আছে ও এত দিন ধরে
কিন্তু তবুও যেন শিশিরে মুখে হতাশার ছাপ।
জাই হোক কথা দেখা সব মিলিয়ে শিশির ধীরে ধীরে অনু কে পাগলের মত ভালবাসতে থাকে
আর অনু ততই দূরে জেতে থাকে।
বেচারা শিশির কার সাথে বলতে পারে না নিজেই কষ্টো পেয়ে যায়।
এভাবেই কাটে ৬ মাস…………………….
শিশির যেন এত কষ্টে সাভাবিক নয়!
এমন একদিন
অনু শিশির কে দেখা করতে বলে,” জরুরি কথা আছে”
শিশির বুঝতে পারেনা————-
“দেখ শিশির তোমাকে আজ সত্যি কারের কথা বলবো,জানি কষ্ট পাবা ,তবুও বলি, আমি তোমাকে ভালবাসি না।“
“মানে ?”
“ মানে ভালবসি না, চেষ্টা করেছিলাম পারি নি,
আসলে আমি জাকে ভালবাসতাম সে U.S.A চলে গিয়েছিল ,সে চলে এসেছে আমার বাসাও রাজি,আগামী মাসে আমাদের বিয়ে”
“আর আমি?” বলে চোখ ভিজে জায় শিশিরের।
“তুমি আমার খুব ভাল বন্ধু,তুমি এতদিন আমাকে অনেক support দিয়েছ ,এজন্য অনেক thnx.”
নিথর হয়ে সুখে থেকো বলে চলে যায় শিশির—–
কোনদিন যোগাযোগ করেনি সে,
৫ বছর পরে……………………
সেই পহেলা ফাল্গুনে দেখা যায় হুইল চেয়ারে বসে চোখের জল ফেলে বিড়বিড় করে বলে
“একটা গোপন কথা————-
জানা গেছে আত্যহত্যার সময় ও ধরা খায় শিশির, মরে না কিন্তু দুটো পা হারায়,এর পরে তো আর কিছু করার থাকে না। তার জীবন এভাবেই চলছে একলা (ভালবাসা আর বন্ধু বিহীন)………………….
আর অনু ছেলে ,জামাই নিয়ে সুখেই আছে সে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.