নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উঠে বসে\nআমি আমার পর্দাগুলোর আড়াল থেকে ধরলাম \nঅলক্ষ্য প্রজাপতিটাকে\nযেন জ্যোৎস্না লোক দিয়ে গড়া অথবা এক বিন্দু শিশির\nআমার আঙুলের বন্দিত্ব থেকে ছাড়া পাওয়ার জন্য\nছটফটে প্রজাপতিটা আমাকে দিয়ে গেল সুগন্ধের মুক্তিপণ

অয়োময় অবান্তর

অয়োময় অবান্তর › বিস্তারিত পোস্টঃ

তনু

২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫

নিঝুম সন্ধ্যা। দোকানে একা তুই। পাতলা মেঘ, তার
কাঁথায় চাঁদ।

এইরকম চললেও ক্ষতি কী ছিল বল? অথচ মন চায়
মাথায় ছাদ।

স্বপ্নের দরজায় আঁকা কত গোলাপ! আমরা কত
রোমান্টিক।

কন্টক-স্পর্শের অনুভূতিটা যেই ধাক্কা দেয়, পাই
প্রমাণ ঠিক।

অস্থির কঙ্কাল দু’বেলা গলে যায়, রক্তপাত হয়
আচম্বিত্।

বেশহীন বৈকাল। আহত গোধূলি। কেউ ফেরায়
তার না সম্বিৎ।

সন্ধ্যার সন্ত্রাস নিমেষে মুছে দেয় শয্যাসজ্জার
নিবিড় সাধ।

অবসাদ ! ব্যর্থ শরীরী আয়োজন। ওষ্ঠচুম্বন
কী বিস্বাদ!

ঝড় এক্সট্রীম। আর অসহনীয় শীত।
ঝঞ্ঝ্বাবিক্ষুব্ধ পত্রঝর।

সংগ্রাম চলছেই। এখনো সারারাত আর্তনাদ। ক্রুর
শপথ-ঝড়!

চারদিক বাঙ্ময়। শ্রবণে মনে হয় নেই সে বান্ধব,
কি সজ্জন।

ধন নয়। মান নয়। এতটুকু বাসার সেই আশায় জল।
বিসর্জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.