নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উঠে বসে\nআমি আমার পর্দাগুলোর আড়াল থেকে ধরলাম \nঅলক্ষ্য প্রজাপতিটাকে\nযেন জ্যোৎস্না লোক দিয়ে গড়া অথবা এক বিন্দু শিশির\nআমার আঙুলের বন্দিত্ব থেকে ছাড়া পাওয়ার জন্য\nছটফটে প্রজাপতিটা আমাকে দিয়ে গেল সুগন্ধের মুক্তিপণ

অয়োময় অবান্তর

অয়োময় অবান্তর › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কবিতা

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

আজ আমি একটি কবিতা লিখব,
কবিতার মত কবিতা হবে সেটি।

কিন্তু, আমি তো কবিতা লিখতে পারি না!
কি লিখব? কি লিখা হয় কবিতায়??

আমি জানি না। তবে আজ জানব।

হুম। রবীন্দ্রনাথের মত হাজার সৃষ্টির অনন্য মহিমার মত করে আজ কবিতা লিখব।

বিদ্রোহীদের কথা লিখি? নজরুল যেমন বলেছিলেন তার বলিষ্ঠ লেখনীতে।

নাহ। আমি আমার মত করে কবিতা লিখব।

কিন্তু আমি যে পারি না কবিতা লিখতে।

আচ্ছা, আমার সুখগুলো কবিতায় লিখি?
সুখ! তা তো কখনো পাইনি।
নাকি পেয়েছিলাম? কালের স্রোতে তা হারিয়ে গেছে?
হবে হয়ত। সময়- সে তো সর্বভুক।

তবে কি দুঃখের কথা লিখব?
যা আজও পাচ্ছি। দুঃখ আমার চির সাথী।
আমার অস্তিত্বের আরেক নাম দুঃখ।

কষ্টের কথা লিখলে কেমন হয়?
হাজার রঙের কষ্ট। আমি তো কষ্টের ফেরিওয়ালা।
রঙিন কষ্টের ক্রেতা আমি।
কষ্ট নেবার মত তো কেউ নেই!

হা-হা-হা! তুমি হাসছ?

তবে কি আমি হাসির ছন্দ কবিতায় তুলব!
তাই বেশ, তাই বেশ। হাসির ক্ষমতা তো অসামান্য।

আচ্ছা এটা কি কবিতা হচ্ছে?
কবিতা যেন ডাস্টবিনের পচা-গলা খাবার।
শকুন ঠুকরে ঠুকরে খাচ্ছে।
না-না। এমন কবিতা আমি লিখব না।

লিখব না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: না লিখেছেন
কবিতা হয়ে গেছে হাহাহ

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

অয়োময় অবান্তর বলেছেন: ধন্যবাদ। কিছু একটা হয়েছে।

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

অয়োময় অবান্তর বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.