নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন নির্ভিক পুংটার কোন বন্ধু নেই।

পুংটা

আজ বুঝবিনা, বুঝবি কাইল... হুগা থাবড়াবি, পাড়বি গাইল...

পুংটা › বিস্তারিত পোস্টঃ

আর শুনে ফেললাম আজকের দিনের হিট উক্তিটি... =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

আজ সন্ধ্যার আগে আগে রিক্সায় করে কোন রকমে কাকরাইল মসজিদ পেরিয়ে মোড়টা পেরুতেই কাঠ জ্যামে পড়ে গেলাম :| । সামনে কি যে হয়েছে বোঝা যাচ্ছে না। নেমে যাব কি না ভাবছি, এমন সময় পেছনের রিক্সায় আপুদের কথা ভেসে আসলো :P । সাধারণত এই রাস্তায় রিক্সা থাকে না। কাছাকাছি মোট তিনটে রিক্সা। আপুরা বেশ জোরে জোরে আজকের দিনপঞ্জি আওড়াচ্ছিলেন। হালকা আড়ি পাতলাম B-)) । আর শুনে ফেললাম আজকের দিনের হিট উক্তিটি... =p~









.





.





.





১৪ ফেব্রুয়ারীর উক্তি : “ভাল ভদ্র একটা ছেলে দেখে প্রেম করলাম....... এখন দেখি ও শিবির করে।” :-P

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

পুংটা বলেছেন: তারে নাকি আজ একটা হাদিসের বই উপহার দিছে... :-P

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

পলাতক আসামী বলেছেন: =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

পুংটা বলেছেন: আজ রাতেই ব্রেকআপ :P

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: শিবির

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

পুংটা বলেছেন: তাই তো কইলো.. :-P

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: সর্বনাশ করেছে !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

পুংটা বলেছেন: উনার বয়ফ্রেন্ড শিবির করে... আপনার পবলেম কি..? B-))

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

তারছেড়া লিমন বলেছেন: :#) :#) :#) :#) :#) =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

পুংটা বলেছেন: :-P

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

শিশেন সাগর বলেছেন: হাহাহাহাহাহহা বড়োই জটিলাবস্থা তিনার জন্য কষ্ট লাগতেই আছে। তবে সেই সাথে ভালো লাগছে এভাবে যদি সবাই অদের সরিয়ে দেয় একদিন আমরা সব দিক থেকে মুক্ত হবো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

পুংটা বলেছেন: শিবিরের পোলাপাইনও প্রেম করে, ডেটিং করে...??!! :-P

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: B-)) B-)) B-)) B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

পুংটা বলেছেন: :-P

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

লওল০০৭ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

পুংটা বলেছেন: :-P

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

নাইট রিডার বলেছেন: কি শুনাইলেন ভাই, হা হা প গে, আপনার এই পোষ্টের অবস্থা ধাইন্যা মরিচের লাহান, ছুডো মাগার জাশি গো কইলজায় আগুন ধরানোর মত

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

পুংটা বলেছেন: আজ রাতেই ব্রেকআপ B-))

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

বোকামন বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

পুংটা বলেছেন: :-P

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন: :P :P =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

পুংটা বলেছেন: :-P

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

গোরা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

পুংটা বলেছেন: :-P

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

টয় বয় বলেছেন:
-
মাইয়ার নাম্বার থাকলে আমারে দেন, ওকে খুশি করে দেব........., আমি শিবির না, কিন্ত নটি বয়............... :):):)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

পুংটা বলেছেন: ভাইজান, কারে কন...?? আমি অন্ধ, কানে শুনি না। :-P

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

নাইট রিডার বলেছেন: সবাইর কাছে একটা রিকোয়েষ্ট, আজ রাতে যত ছাগু পোষ্ট পাবেন কেউ কোন গালি না দিয়ে এই পোষ্টের লিংকটা দিয়ে আসবেন, এইটা যে কোন গালির বাবা।, লিংক না দিলে নিদেন পক্ষে এই ডায়ালগটা,


“ভাল ভদ্র একটা ছেলে দেখে প্রেম করলাম....... এখন দেখি ও শিবির করে।”

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

পুংটা বলেছেন: পোষ্ট স্টিকি করা হউক :-P

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

আরজু পনি বলেছেন:

যথার্থ হিট উক্তি =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

পুংটা বলেছেন: :-P

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নাইট রিডার বলেছেন: সবাইর কাছে একটা রিকোয়েষ্ট, আজ রাতে যত ছাগু পোষ্ট পাবেন কেউ কোন গালি না দিয়ে এই পোষ্টের লিংকটা দিয়ে আসবেন, এইটা যে কোন গালির বাবা।, লিংক না দিলে নিদেন পক্ষে এই ডায়ালগটা,

“ভাল ভদ্র একটা ছেলে দেখে প্রেম করলাম....... এখন দেখি ও শিবির করে।”


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

পুংটা বলেছেন: পোস্ট স্টিকি করা হউক =p~

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

অপরিচিত অতিথি বলেছেন: haste haste sesh.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

পুংটা বলেছেন: :-P

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

এস আর সজল বলেছেন: হা হা চে উ প গে :D :D :D :D =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

পুংটা বলেছেন: =p~

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

মোঃ ওমর শরীফ বলেছেন: =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

পুংটা বলেছেন: :-P

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ব্রো।

সময় যত গড়ায় প্রোপাগান্ডা ততই সূক্ষ্ণ হয়।

পোস্টদাতার উদ্দেশে বলছি না, সার্বজনীন কথা,

*যারা প্রথমদিন লিখেছিল রাজাকারের মুক্তি চাই/জয় রাজাকার/আমি রাজাকার/জামাত জিন্দাবাদ/কাদের মোল্লার জয় ইত্যাদি,
*তারাই দ্বিতীয়দিন লিখেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামা বাংলাদেশের সব স্তরের মানুষেরা বেশ্যা, আমরা গাঞ্জুট্টি, নাস্তিক, রেপিস্ট, ভাড়াটে, জুসের বোতল লোভী,
*তৃতীয় দিন লিখেছিল, তারাও বিচার চায়, কিন্তু...
*তারাই চর্তুথ দিন লিখেছিল আমরা ফ্যাসিস্ট,
*পঞ্চমদিন লিখেছিল আমরা আর কয়দিন থাকব- একদিন রাজপথ ছেড়ে দিতে হবে,
*এরপর লিখেছিল আমরা কোটাবাজ (মুক্তিযুদ্ধার সন্তানের কোটা!), সাগর রুনী হত্যা, পদ্মা সেতু, কুইক রেন্টাল,
*সপ্তম দিন আর আমাদের বিরুদ্ধে কিছু বলে না, আওমী দলে থাকা রাজাকার ও ছাত্রলীগের বদনাম,
*এরপর দাড়ি টুপি ও মসজিদের অপমান ও আলেম সমাজ (আসলে শিবির)এর মিছিলে হামলা, সেন্টিমেন্ট নিয়ে টানাটানি, অথচ লক্ষ লক্ষ প্র্যাকটিসিং মুসলিম এই বাংলাদেশের আন্দোলনে জড়িত।
*নবম দিনে বলে, এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, লীগও এই আন্দোলন চায় না, আওয়ামীলীগ করলেই কি যুদ্ধাপরাধ থেকে মুক্তি?
*দশম দিনে হুমকি দেয়, শাহবাগ আন্দোলন সফল তো হবেই না, বরং প্রশাসন ও অন্যান্য জায়গায় এটা হবে, সেটা হবে, শিবির সব মেরে ফেলবে (আন্দোলন শুরুর আগেরদিন যা বলেছিল, সে কথাতে ফিরে গেছে, 'গৃহযুদ্ধ' হুমকি দিলে ফ্যাসিস্ট হয় না, যারা গৃহযুদ্ধ রুখতে চায় তারা ফ্যাসিস্ট!)

আর আজকে একাদশ দিনে তারাই বলছে,

আর শাহবাগ যামু না। শাহবাগ বদলায়া গেছে।

আর তখন মধ্যম মানের শিল্পকর্ম ১০/২০/৩০ খান ফেববু শেয়ার পায়। অথচ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিপ্লব এ অংশ নেয়া সব স্তরের বাংলাদেশের নাগরিকের প্রতিনিধিত্ব করা চমৎকার পোস্টগুলো একটাও প্লাস পায় না, একটাও প্রিয়তে পায় না, একটাও ফেসবুক শেয়ার বা মন্তব্য পায় না।


আর দলে দলে সেখানে সমর্থন জানিয়ে যাচ্ছে 'বাংলার' 'সাধারণ' জনতা যারা শাবাগ যেতে যেতে ক্লান্ত। ভোটের বন্যা বয়ে যাচ্ছে।

বাহ,
আমরা আমাদের র্ধৈয্য দেখে অবাক হচ্ছি।
আমরা এতই বদলে গেছি যে ফুল দিয়ে যুদ্ধ করতে চাই, ফুল বাঁচাতে নয়।

----------------------------
হায়রে, পরিস্থিতি ও প্রচারণা দেখে মনে হয় জামাত শিবিরও কি এইরকম মনে করে?

* ইয়াহিয়া খান- তিরিশ লাখ মারব, বাকিরা আমাদের হাতেই খাবে।
*নিয়াজী- নিচু দেশের নিচু মানুষ। এগুলো মানুষ না,বানর আর মুরগি।
*পাক আর্মির ক্যাপ্টেন- আমরা যাকে খুশি যে কোন কারণে মারতে পারি। এজন্য কাউকে গোণায় ধরি না।
*ভুট্টো, ১৯৭২- আমার সোনার বাংলা আবার আমার হবে।

-------------------------------
কারণ বাংলাদেশের জন্ম যারা চায়নি এবং সেইসব অপরাধীকে যারা টিকাতে চায় তারা একই কথা বলে-

১৯৭১ সালে জামাত ছিল না। গঠন হইসে আশি সালের পর।
২. শিবির বা কোন ছাত্র সঙ্গঠন একাত্তর সালে ছিল না।
৩. একাত্তরে মুক্তিযোদ্ধা নামে বহুত ডাকাত আর রেপিস্ট ছিল। তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত। লুট করত আর ক্যাম্প করে মেয়ে মানুষ নাচাত।
৪. শিবির জামাতের পক্ষের সঙ্গঠন নয়।
৫. ছাত্রীসংস্থার সাথে জামাতের কোন সম্পর্ক নেই-
৬. এজিদ একজন ন্যায়বিচারক শাসক। তিনি এই দেশে আসলে আমরা সবাই তার হাতে বায়াত হয়ে রাষ্ট্রক্ষমতা তুলে দিতাম।
৭. শহীদ বুদ্ধিজীবীর যে ছবি দেয়া হয়। চোখ বাধা ইটপাটকেলের ভিতর পড়ে থাকা অর্ধনগ্ন লাশ, সেগুলো আসলে একাত্তর সালে গণহত্যার শিকার জামাতে ইসলামীর সদস্য।
৮. শিবির, 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'
৯. স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করব। -মুজাহিদ।
১০. মুজিব ক্ষমা করেছেন। সবাইকে সাধারণ ক্ষমা করেছে। (মিথ্যা কথা এটাও)
১১. বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।
১২. আমি ক্ষমতায় আসলে কুরআনের আইনে তাদের শাসন করব। তাদের হাত সাক্ষ্য দিবে। পা সাক্ষ্য দিবে। -কা. মো.
১৩. বাঙালি বলতে কোন জাতি নেই।-গোলাম আজম।
১৪. এই যুদ্ধে পরাজয় হলে পূর্ব পাকিস্তানের একজন জামায়াত সমর্থকেরও আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।- গোলাম আজম।

----------------

একাত্তরে কোন ব্যক্তি রাজাকারি করুক আর না করুক, জামাতি সঙ্গঠন সাঙ্গঠনিকভাবেই রাজাকারি করেছে।
এটা ছিল তাদের প্রতিষ্ঠাতা আবুল মিয়ার নির্দেশ। আবুল জামাতি (জামাতিদের পিতা) একাত্তরেও মিডিয়াতে রাজাকারির নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে-

*সেই নির্দেশ গোআ, ম.র.নিজামী, আআ মুজাহিদ, ওরা পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ সারা বাংলার রেজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ বর্তমান জামাত পালন করছে মাত্র।
*সেই নির্দেশ পালনের জন্যই আজো শিবির বলে, 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার।'
*সেই নির্দেশ পালন করেই জামাতিরা সব সত্যিকে অস্বীকার করে। একাত্তরকে অস্বীকার করে।
*সেই নির্দেশ পালন করেই এখন প্রোপাগান্ডা চালায়।
*সেই নির্দেশ পালন করেই বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে গৃহযুদ্ধ ঘোষণা করে।

তাই আজকের দিনের জামাত-শিবির সমর্থকদের মধ্যে,
গোলাম আজমের,
বর্তমানের শিবিরের এবং
রাজাকারদের মধ্যে কোন তফাত নেই

জামাতের গোড়ায় দোষ,
জামাতের নীতিতে দোষ,
তাই ব্যক্তি পর্যায়ে জামাত নিষিদ্ধ করতে হবে। যারা জামাতের সাথে যুক্ত তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বিধায় স্বাধীনতা রক্ষার প্রয়োজনে ব্যক্তিগত পর্যায়ে জামাত ও তার সমস্ত নীতিগত সমর্থক ও তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিকতা নিষিদ্ধ করতে হবে।

এই কর্মীদের লিস্ট জামাতের কাছেই রয়েছে। যারা দেখেশুনে এবং বুঝেও এমন অপপ্রচার ও অপশক্তির সমর্থন করতে পারে তাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা সম্ভব নয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

পুংটা বলেছেন: ধন্যবাদ ব্রো। B-))

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

চলতি নিয়ম বলেছেন: “ভাল ভদ্র একটা ছেলে দেখে প্রেম করলাম....... এখন দেখি ও শিবির করে।” =p~ =p~ |-) |-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

পুংটা বলেছেন: :-<

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

তামিম ইবনে আমান বলেছেন:
মজা পেলাম পুংটা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

পুংটা বলেছেন: :|

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: শিবির ভালো আর ভদ্র হইলো কবে! ওরাতো শুনছি পুংটা হয় B-))

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

রিমন রনবীর বলেছেন: =p~ =p~

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আরেফিন রিমন বলেছেন: হা হা লু খু গে :-/ :-/ B-)) B-)) :-B :-B

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

পি পি বলেছেন: হা হা লু খু গে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

পুংটা বলেছেন: =p~

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

শাকিল ১৭০৫ বলেছেন: !:#P !:#P

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

পুংটা বলেছেন: :-P

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

মাহির কাবির বলেছেন: shibir krle ki prem kora jabe na..
kun jaigai lekha ase ???

shibir prem krle dos,r apnara krle sunnate muyakkada

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

পুংটা বলেছেন: সবাই আপনারে ভুল বুঝতাছে B-))

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হাসান মাহবুব বলেছেন: মাহির কাবির বলেছেন -ম্যা ম্যা ম্যা ম্যা কা কা ঠা ঠা ল ল পা পা তা গা গা পুস পুস পুস B-))

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

পুংটা বলেছেন: :-P

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

চিগিমিকি বলেছেন:
ওরা থাবা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং একই সঙ্গে সব ব্লগারের তালিকা ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই !

আজকে নতুন করে মনে সন্দেহ উঁকি দিচ্ছে -বিগত ক'মাস ধরে যেসব ব্লগার স্বভাবিক ভাবে বা রোগে ভুগে মৃত্যুবরন করেছেন তাদের মৃত্যু স্বাভাবিক তো ?????????????????????????
(ইমন ভাই তো আমাকে নিজেই বলে ছিলেন এবং আরো অনেকের কাছে এইএকই কথা বলেগেছেন বলে শুনেছি -বিভিন্ন পোস্টের কারণে উনাকে কারা যেন হত্যার হুমকি দিয়েছিল .... )

এবার পড়ায় পাড়ায়, অলিতে গলিতে ওদের সবার তালিকা তৈরি করা হোক। যা থেকে ব্লগ বা অনলাইনের আইডি গুলাও বাদ যাবে না। আর সেই তালিকা পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দেয়া হোক, অনলাইনেও ...

ছাগু এবং ওগুলার বংশবদদের বিরুদ্ধে সবাত্মক যুদ্ধে এই তালিকা ব্যাবহার করে নিজ নিজ এলাকাতেই সবাই ওদের রুখে দিতে পারেন, এভাবেই ওদের খুব সহজে রুখে দেওয়া সম্ভব হবে ............

জয় বাংলা !!!!!!!!!!

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

খারাপ লোক বলেছেন: ইহা কি শুনিলাম!! ইহজোগতের সেরা উক্তি!!

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: =p~

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: :D :D :D :D

৩৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭

আশিক মাসুম বলেছেন: ভাই আমাদের পোড়া কপাইল্লা ব্লগার যোগী কমেন্ট ব্যান আছে , আহারে মডুরে !!


যোগী বলেছেনঃ আশিক ভাই এই বিপদের দিনে আমার একখান কাম করে দিবেন

ঐ পুংটা ভাইরে কয়া আসে তার পোষ্ট পড়ে এই দুঃখের দিনেও আমি এখানে হাসতে হাসতে মরে যাচ্ছি।







আমিও একটু হেসে গেলাম :P

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা ...... ;) ;) =p~ :P =p~ ;) ;)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.