![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am online news reporter in online news purboposhchim bd . This is must popular bd news , pbd.news
ডাব্বু রত্নানির তারকাখচিত ক্যালেন্ডার লঞ্চের ইভেন্টে উপস্থিত হয়ে অভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিনেত্রী সানি লিওনের বেশ কিছু ক্যান্ডিড মোমেন্টের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ একে অপরের ছবি না বুঝেই হাতে তুলে নিয়েছিলেন তারা। আর পরে যখন বুঝতে পারেন ততক্ষণে ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে সে মুহূর্ত। প্রত্যেকটা ছবিতে তাদের এক্সপ্রেশন ছিল দেখার মতো। ছবিতে দেখা যাচ্ছে কার্তিক এলোমেলো বিছানায় পাশে দুটো বিড়ালছানা নিয়ে ছবি তুলেছেন
ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল গতরাতে এবং সেখানে রেখা থেকে শুরু করে বিদ্যা বালান, টাইগার শ্রফ, কিয়ারা আদভানি, টুইংকেল খান্না, কৃতি শ্যানন প্রমুখ একঝাঁক বলিউড তারকা উপস্থিত ছিলেন। ফারহান আখতার উপস্থিত হয়েছিলেন নিজের প্রেমিকা শিবানী দান্ডেকরকে নিয়ে। অন্যদিকে প্রেমিকা কিম শর্মাকে নিয়ে উপস্থিত ছিলেন পল্টন খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানে।
https://www.pbd.news/entertainment/91141
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫২
বককত বলেছেন: ajker taja khobor
https://youtu.be/cNsR115gvFs