![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকঃ ঈশ্বরে বিশ্বাস নাই যার।
নাস্তিকতাঃ ধর্ম বর্জন করা।
আস্তিকঃ ঈশ্বরে বিশ্বাস আছে যার।
আস্তিকতাঃ ধর্ম পালন করা।
একটা অদ্ভুত ব্যাপার হল আমাদের দেশী আস্তিকেরা নাস্তিক বিদ্বেষী কিন্তু নাস্তিকতা বিদ্বেষী নয়। কারণ তারা নিজেরাই ঠিক সময় মত ঈশ্বরের উপাসনা করে না। মানে কখনও ধর্ম বর্জন করে টিভি দেখে, প্রেম করে আবার কখনও সময় সুযোগ পেলে আবার ধর্ম পালন করে। তাই তারা নাস্তিক বিদ্বেষী কিন্তু নাস্তিকতা বিদ্বেষী নয়। নাস্তিকতা বন্ধ হইলে সুখে টিভি দেখা আড্ডা মারা প্রেম পিরিতি করা তো বন্ধ হইয়া যাইবো। তাই নাস্তিকতার উন্নতি সাধনে তাদের অবদান অনেক থাকলেও নাস্তিক দেখলে তারা ছুড়ি চাপাতি নিয়ে রাস্তায় নেমে পড়ে।
©somewhere in net ltd.