নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপদার্থ মানুষ

আমি পূর্ণয়

পূর্ণয়

কিছুইনা

পূর্ণয় › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ ভার্সেস বিএনপি

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আওয়ামীলীগঃ ইলিয়াস আলী গুম হল , ছাত্রদলের নেতা গুম হল

বিএনপিঃ বোমা হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া এবং হাজার মানুষ মরল



আওয়ামীলীগঃ পদ্মা সেতু থেকে চুরি করল হাজার কোটি টাকা

বিএনপিঃ বিদ্যুত খাত থেকে চুরি করল হাজার কোটি টাকা



আওয়ামীলীগঃ নিষ্পাপ লিমন কে ফাসালো আইন দিয়ে

বিএনপিঃ নিষ্পাপ পার্থকে ফাসিয়েছিল আইন দিয়ে



আওয়ামীলীগঃ শেয়ার বাজার দিয়ে পাচার করেছে হাজার কোটি টাকা

বিএনপিঃ তারেক জিয়া পাচার করল হাজার কোটি টাকা



আওয়ামীলীগঃ দায়িত্ত জ্ঞান হীন মন্তব্য করল ম.খা আলমগীর, সাহারা খাতুন, ফারুক খান

বিএনপিঃ দায়িত্ত জ্ঞান হীন মন্তব্য করল আলতাফ হোসেন, নৌমন্ত্রী আকবর হোসেন ইত্যাদি



আওয়ামীলীগঃ নানা দুর্ঘটনা পীড়িত মানুষকে দিল আশার বাণী

বিএনপিঃ লঞ্চ দুর্ঘটনায় স্বজন হারানো দের দিল একটি করে ছাগল



আওয়ামীলীগঃ নষ্ট করলে গার্মেন্টস সেক্টর

বিএনপিঃ ধ্বংস করেছে পাট শিল্প



আওয়ামীলীগঃ ব্যাংকে ব্যাংকে করলে টাকা দুর্নিতি

বিএনপিঃ মনে পড়ে বনের রাজার কথা যার বালিশ, খাটের নিচ থেকেই বের হয়েছিল দুর্নিতির টাকা



আওয়ামীলীগঃ ছাত্রলীগ কে অনেকেই গালি দেয় এখন, ছাত্র দলকে বলে ভদ্রলোকের দল

বিএনপিঃ তারাই ছাত্রদলকে ২০০১-২০০৬ পর্যন্ত গালি দিয়ে ছাত্রলীগকে ভদ্র বলত



আওয়ামীলীগঃ পুলিশ মারল হাজার জনতা

বিএনপিঃ জেএমবি দিয়ে বোমা হামলায় মারল হাজার জনতা



আওয়ামীলীগঃ এখন সরকারের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই।

বিএনপিঃ তখন দাঁড়িওয়ালা লোক দেখলে বোমার আতঙ্কে ভয় পেতাম।



কারা যেন বলে আজকাল মুক্তিযুদ্ধের চেতনা বাচিয়ে রাখতে আওয়ামীলীগের বিকল্প নাই আবার কারা যেন বলে আজকাল মুসলিম হিসেবে বিএনপিকে ভোট দেয়া আমাদের কর্তব্য।



টেকনাফ থেকে তেতুলিয়া যত মাটি আছে বাংলার বুকে তোদের জন্য অভিশাপ ঠিক তত টুকুই দিলাম। তোরা শাহবাগ গিয়া মুক্তিযুদ্ধ বাঁচা আর তোরা মতিঝিল গিয়া ধর্ম বাঁচা।

তোরা যতই লাফা।

কেউ ধার ধারে না তোদের। ভোটের সময় তো সেই আওয়ামীলীগ বিএনপিই ? সেই এক কয়েনের এপিঠ ওপিঠ। ভালো। খুব ভালো। তোরা তোদের গোল্ড ফিসের ম্যামোরি নিয়া তাদের পিছে ছুটতে থাক



আমি ভোট দিমু না। ব্যালট পেপারের মাঝে সুপার ম্যানের স্টিকার লাগায় দিয়া আসমু।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শেরশাহ০০৭ বলেছেন: আচি আপনার লগে

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২

পূর্ণয় বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩

অজানা এক আমি বলেছেন: আসুন দেখি এই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের আমলনামা ...

১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।
২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনে হাজার কোটি টাকার অপচয়।
৩. শেখ হাসিনার নিজেরগুলো সহ সকল আওয়ামী নেতা-কর্মীদের খুন,ধর্ষন ডাকাতি, লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।
৪. বেগম খালেদা জিয়াকে তার তিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।
৫. ভারতের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি সই।
৬. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।
৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।
৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।
৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।
১০. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।
১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা ডাকাতি।
১২. পঞ্চম সংশোধনী বাতিল।
১৩. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।
১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।
১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।
১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।
১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।
১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।
১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।
২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।
২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।
২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।
২৩. আরিয়াল বিলে বিমান বন্দর তৈরির নামে লুটপাটের অপচেষ্টা।
২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।
২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।
২৬. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।
২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।
২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।
২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে ইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।
৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।
৩১. ডেস্টিনি/ইউনিপেটুইউ কেলেংকারী।
৩২. হলমার্ক গ্রুপের সাড়ে তিন হাজার কোটি টাকার কেলেংকারী।
৩৩. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী।
৩৪. পদ্মা সেতু কেলেংকারী।
৩৫. রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী।
৩৬. ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে পথচারী বিশ্বজিৎ হত্যা।
৩৭. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড।
৩৮. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী।
৩৯. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম।
৪০. সিলেটের এমসি কলেজে আগুন।
৪১. বহদ্দার হাট ফ্লাইওভার ট্র্যাজেডি।
৪২. আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডি।
৪৩. সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং গণমাধ্যমের উপর অব্যহত নিপীড়ন।
৪৪. ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকরন।
৪৫. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল কেলেংকারী।
৪৬. পাঠ্যপুস্তকে ধর্ম অবমাননামূলক বিষয় অর্ন্তভুক্ত করা।
৪৭। ৫ ও ৬ মে মতিঝিলে অসংখ্য আলেম-উলামাদের হত্যা।
৪৮। যুবলীগ নেতা রানার জোরাজুরিতে রানা প্লাজায় হাজারের অধিক পোষাক শ্রমিকের মৃত্যু।
৪৯। বিবিসি-সিএনএন-কানাডা-লাভালিন সাক্ষাতকার কেলেঙ্কারি।
৫০। মন্ত্রিদের রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়ে টেলিভিশন ও ব্যাঙ্কের মালিক বনে যাওয়া।
৫১। স্বেচ্ছাসেবক লীগের ৩৬ নেতাকে সংরক্ষিত কোটায় প্লট।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

পূর্ণয় বলেছেন: আমি আপনার সাথে একমত এবং বিএনপি একই গর্হিত অপরাধ করেছিল

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

এয়াকুব বলেছেন: ভাই আমি পূর্নয় ও অজানা এক আমি, আপনারা দুজনই আমার অনলাইন নিউজ ওয়েবসাইটের জন্য লিখতে পারেন [email protected] http://www.benews24.biz

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

পূর্ণয় বলেছেন: ধন্যবাদ ভাই কিন্তু ওয়েব সাইট টি কাজ করছে না

৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: আমি ভোট দিমু না। ব্যালট পেপারের মাঝে সুপার ম্যানের স্টিকার লাগায় দিয়া আসমু।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

পূর্ণয় বলেছেন: ধন্যবাদ ভাই :) আমি ইহাই করব

৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২

চারশবিশ বলেছেন: পাতা-পুতির ঘষাঘষি
আর আমাগো মরনদশা
আমরা আমজনতা পরেছি শাঁখের করাতের পাল্লায়
++++++++++++++

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

পূর্ণয় বলেছেন: :( মুক্তি চাই :(

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

রসায়ন বলেছেন: ফখরুদ্দিন মইন উ চাচ্চু , তোমরা কোথায় ???
AL, BNP দুই পার্টিকেই একটু ডলা দিয়া যাও !

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১

পূর্ণয় বলেছেন: লোল

৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: Public o serokom. Dui doler baire kaure vote dibena. Joggo hoile o dibe na.

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫

পূর্ণয় বলেছেন: আর যোগ্যতার মূলা ঝুলাইয়েন না। হেহ! যোগ্য !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.