![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেশের মানুষ, তাদের ফেসবুকের স্ট্যাটাস গুলোতে, হাদিসের বাণী লিখে লিখে হিন্দুদের উপর হামলার নিন্দা জানাচ্ছে। তাতে কি হামলাকারীরা শঙ্কিত ? সবাই আজ হামলাকারীদের বিরুদ্ধে ? আমি বলছি ভয়ের কিছু নেই।
আজ মানুষ হামলাকারীদের গালি দিচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে, তাদের সনাক্ত করার চেষ্টা চলছে, তদন্ত চলছে তাতে কি তারা শঙ্কিত ? আমি বলছি ভয়ের কিছু নেই।
আরে যে জাতি নিজের বাবা-মার কাছ থেকে শিখে যে হিন্দুদের মালাউন বলতে হয়, যে জাতি হিন্দু কোন মানুষের সাথে ঝগড়া হলে তাদের 'মালাউন' বলে গালি দেয়। যে জাতি একটা হিন্দুদের একটা অনুষ্ঠানে নিজের কাছের হিন্দু বন্ধুটিকেও শুভেচ্ছা জানাতে বারণ করে তাতে নাকি ধর্ম যাবে। যে জাতি হিন্দু দেখলে তাকে ভারতীয় দালাল বলে ঘোষণা দেয়। সে জাতি আজ তোমাদের বিরোধীতা করছে তাতে ভয় কিসের ? আরে দুইটা হাদিসের বাণীই দিচ্ছে যেখানে অন্য ধর্মের মানুষের প্রতি সদয় হওয়ার কথা উল্লেখ করছে। তাতে চিন্তা কিসে ?
হে হামলাকারী, কাল তুমি চীৎকার করে সবাইকে জানিয়ে দিবে যে, "তুমি মুসলিম। মালাউনেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে" ব্যস! সাথে সাথেই দেখবে ঠিক এই জাতিই ঢাল তলোয়ার নিয়ে আবার কচু কাঁটা করে দিবে ঐ হিন্দু সম্প্রদায় কেই। তোমাদের পক্ষ নিয়ে তাঁরা আবার ফেসবুকে স্ট্যাটাস দিবে হাদিস লিখে।
মনে রাখবে, এই জাতি যতই করুক তোমার বিরোধীতা। কাল তুমি নিজেকে মুসলিম প্রমাণ করতে পারলে এই জাতিই তোমার হামলা কে হালাল বলবে।
হে হামলাকারী! মূর্খ এ জাতি! তোমাদের ধর্মের দোহাইয়ের নিচে সারা জীবন বন্দী থাকবে আর তোমাদের কিভাবে হালাল বানানো যায় সে হাদিস ঘাটবে, আর নিজেকে খাটি মুসলিম দাবী করবে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮
এম মাসুদ বলেছেন: এর জন্য যারা দায়ী তাদের নিরপেক্ষভাবে চিহ্নিত করে শাস্তি দিতে হবে
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার নিরপেক্ষ বিশ্লেষন এটা ক্ষমতার খেলা,,,,,,,,এই খেলায় আমি কিছুতেই আ'লীগকে বিশ্বাস করছি না,,,,,,,,,কারণ এটা দেখিয়ে তারা সহানুভুতি পাওয়ার চেষ্টা করবে,,,,,,,কারন তারা ভাবে হিন্দুরা তাদের ভোট ব্যাংক,,,,,,,,,,। আমি যদিও এই দলেরই একজন সাপোর্টার। কিন্তু এখন যতই বিশ্লেষণ করছি,,,,,,,,,ততই আমার মন বিষময় হয়ে যাচ্ছে,,,,,,,,।
আমি বিএনপি, জামাতকেও বিশ্বাস করি না,,,,,,,,,,,তারাও এই কাজ করতে পারে,,,,,,,,,,,। এখানেও ক্ষমতায় যাওয়ার খেলা।
আমি বলবো প্রিয় হিন্দু ভাইবোন আপনারা নিজেরা নিজেদের স্বার্থে ঐ সব ঘৃন্য পশুদেরকে চিহ্নিত করুন,,,,,,,,,,,,ঘৃন্য পশু যতই শক্তিশালী হোক না কেন,,,,,,,,,,,
পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে,,,,,,,,,,,,
কোন দলকেই আন্তরিকভাবে বিশ্বাস করার দরকার নেই,,,,,,,,,,,কারণ ক্ষমতায় যাওয়া এবং সেই সাথে টিকে থাকার কৌশলের মারপ্যাচ বড়ই বিচিত্র,,,,,,,,,বড়ই মারাত্মক,,,,,,,,,,,,
আসুন নির্যাতিত ভাইবোনদের পাশে দাঁড়াই,,,,,,,,,। তারা আমাদের আত্মার আত্মীয়,,,,,,,,,,তারা আমাদের আত্মীয়,,,,,,,,,,,,।
আর কিসের সংখ্যালুঘু !! ঐ শব্দটিকে বাদ দিতে হবে। আর মালাউন,,,,,,এই শব্দই বা কেন !! ঐ শব্দটাকে চিরতরে কবর দিতে হবে,,,,,,,,,। আমরা একই দেশে বাস করি,,,,,,,,আমরা বাংলাদেশী,,,,,,,,,,এটাই আমাদের বড় পরিচয়,,,,,,,,,।
জাগো বাহে ,,,,,,,,,,,,,,,,জাগো বইন,,,,,,,,,,,,
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
পূর্ণয় বলেছেন: ফা! আপনি কি ভাবতেছেন আর না ভাবতেছে তা কিন্তু হিন্দুদের বুঝার টাইম নাই। তারা শুধু ভাবতেছে তারা হিন্দু তাই তাদের মুসলিম রা মারছে। আর হিন্দু রা যখন এই নিয়ে ফেসবুকে আন্দোলন করতে গেছে কিছু মুসলিম তাদের কয়েকটা হাদিসের বাণী ধরায় দিয়া বলছে যে ইসলাম শান্তির ধর্ম। তারপরও হিন্দুরা কথা বললে সেই সব হিন্দুকে তারা আবার ইসলাম অবমাননাকারী হিসেবে ঘোষণা দিচ্ছে। জীবনে কখনও সংখ্যা লঘু হইলে ব্যাপারটা অনুধাবন করবেন তার আগ পর্যন্ত আপনাদের এই রচনা চলতেই থাকবে
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার একটু বেশি লাগছে এই কারনে যে আমার বাবার বন্ধুরা প্রায় হিন্দু, আমার বন্ধুরা প্রায় হিন্দু,,,,,,,,,,,আমার মা একজন হিন্দু নারীকে মা বলে ডেকেছিলেন,,,,,,,,,,,,,,,,,আমাদের পরিবার মুক্তিযুদ্ধের সময় আশেপাশের গ্রামসহ হিন্দু পরিবারদের জানমালের নিরাপত্তা দিয়েছিল,,,,,,,,,আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল,,,,,,,,,,। আমি বুঝি মানবতা,,,,,,,,,,,।
আমার আত্নায় কষ্ট লাগছে,,,,,,,,আর তোরা বুঝিস শুধুই ক্ষমতা !!
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন নিরপেক্ষভাবে ভাবার সময় এসেছে,,,,,,,,,,আর নয় মার খাওয়া,,,,,,,,,,। মনে মনে ভাবছি,,,,,,,,ইস এখন যদি ভারতের আম আদমি পার্টির মত একটি পার্টি বাংলাদেশে থাকতো,,,,,,,,,বড়ই অনুভব করছি,,,,,,,
একজন মুসলিম হিসেবে ক্ষমা চাচ্ছি,,,,,,,,,,,,,লজ্জা পাচ্ছি,,,,,,,,,,। আর কান্না দেখতে পারছি না,,,,,,,,,,।
হায়রে ক্ষমতা !! হায়রে জাত পাত !! একজন মানুষকে কি সৃষ্টি করতে পার তোমরা নরপশুরা !!! যে জাত পাতের দোহাই দিয়ে ক্ষমতার জন্য অন্য ধর্মের উপর অত্যাচার !!!!
কষ্টগুলো নীল হয়ে যাচ্ছে,,,,,,,,,,,,,,,,যুবসমাজ ! এগিয়ে এস !! সবাই নির্যাতিতের পাশে দাঁড়াও,,,,,,,,,,,,,
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
অেসন বলেছেন: যে সমস্ত এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়েছে খেয়াল করে দেখুন, সে এলাকাগুলিতে জামাত- শিবিরের সহিংসতা চলছে দীর্ঘদিন ধরে। সেখানে
জামাত জড়িত না থাকলে এই ঘটনা ঘটতো না। যেহেতু এই সাম্প্রদায়িক
হানাহানির সাথে রাজনীতি জড়িত সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি যতদিন
এদেশে থাকবে ততদিন এই সমস্যার সমাধান হবে না।
তবে সরকার জানাসত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি এটা হয়তোবা
তাদের রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা হতে পারে।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
এয়ী বলেছেন: অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যানিনা না মাথায় এসব বাঝে বিষয় আসে কি কর।
ধর্মে কি হানা হানি মারা মারি কে সমর্থন করে।আমার জানা মতে কোন ধর্মেই না। তবে যা ঘটে তাই ঘটনা। কাদের বিশ্বাস করতে বলেন । যারা ঘটনা না ঘটার আগেই বলে দিতে পারে কারা ঘটায়েছে!
ইসলাম ধর্মে হিন্দু আর বোদ্ধ যাই বলেন সবার জান মালের নিরাপত্তার জোরালো বিধান আছে । ত যারা এমন ঘৃন্নতম কাজের সাতে জড়িত তাদের বিচার চাই তাও আবার সঠিক বিচার। দাড়ি ওয়ালা সেই গুরু জি যেমন ইস্কুল পুড়ায়ে নিজেকে ধন্য করেছেন এমন যেন না হয় !