|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
আমার দৃষ্টিতে, গত এক বছরের উপলব্ধি ও বিশ্বাস অনুযায়ী, বাংলা ভাষার একমাত্র ব্লগারকে হারিয়ে অপূর্ণ অনুভব করছি।
ব্লগ জগত থেমে থাকবে না, বিস্তৃত হবে। কোনকিছু থামে না। কিন্তু নিজের বেলায় আমি নিশ্চিত, ইমন জুবায়ের কে হারিয়ে, আমার জীবন যে পূর্ণতায় যেতে পারত, তা থেকে পিছিয়ে গেল। সত্যের স্পর্শের জন্য আবার শুরু করতে হবে মানুষের খোঁজ।
অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক হারানোর ব্যথা বইতে হচ্ছে। 
মানুষের মধ্যে মহাযোগীর সন্ধান পেয়েও তার স্পর্শের অপূর্ণতা বয়ে যেতে হচ্ছে।
তাঁর জন্য শুভ কামনার কিছু নেই- এসব মানুষ কোথা থেকে আসেন আর কোথায় যান তা জানা। তাঁদের শেষ ঠিকানার প্রমাণ বহন করে তাঁদের কাজের ধারা। সে নিয়ে চিন্তিত নই, দ্বিধান্বিতও নই।
আমি দু:খিত নই, মানুষ দু:খিত হয় অন্যের শোকে- অঙ্গহানিতে মনোজগত ক্ষতবিক্ষত।
 ৬০ টি
    	৬০ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৩৯
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৩৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সর্বাবস্থায় ভাল আছি ভাই। ভালবাসার মায়াজালে ক্রমেই জড়িয়ে যাচ্ছি। আরো আরো।
২|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২৯
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগার লিস্টে আপনার নাম দেখে ঢুকে পড়লাম। কেমন আছেন লিসানি ভাই? কি খবর আপনার?
  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৪৩
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৪৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই ভাল আছি। ব্লগিঙটা আর করছি না। তবে একটু আধটু দেখা হয়েই যাবে এখানে সেখানে। 
মামুন ভাই, আপনাদের কয়েকজনকে দেখলে এমনকি ব্লগেও ঢুকি না, এসেছিলেন, কথা বলেছিলেন, জবাব দিইনি দেখে সিরিয়াসলি, লজ্জা লাগে। আপনাদের সাথে আড্ডার সময়টাকে মিস করি, সুখস্মৃতি হিসাবে রেখে দিয়েছি।
বিক্ষত লাগছে রে ভাই! আজকে মাঝরাতে ঢুকে দেখি এ অবস্থা। প্রেমকানা টাইপের মানুষ তো, ইমন জুবায়েরকে আমি গত এক বছরই বলতাম একমাত্র বাংলা ব্লগার।
কেমন লাগছে বলে বোঝাতে পারব না।
৩|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৫৭
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: কেন? ভাবী কি আবার নিষেধাজ্ঞা দিয়েছে নাকি? যেখানেই থাকেন একটু আধটু আমাদের খোঁজ নিয়েন মাঝে মধ্যে। এই সামান্য একটু লগিন করে একটু দেখা দিয়ে যাওয়া আর কি! মানুষ মরে গেলে তবুও একটা সান্তনা থাকে যে মরে গেছে কিন্তু বেঁচে থাকা প্রিয় মানুষ হারিয়ে গেলে সেটার কষ্ট আরো বেশী।
  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৫:১৮
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৫:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার ব্লগে যাই চুরি করে, লগইন না করেই। এমনি প্রিয় যারা আছেন, তাদের ঘরগুলোয়।
না, আমি কিন্তু লাকি ,  বেচারী আমার উপর কিছু চাপিয়ে দেয় না। ব্লগিঙ হল মারাত্মক নেশা। ক্ষয়কারী। আর আমারই বা ক্ষয় হওয়ার বাকী আছে কী...
আসলে জীবনের এক ফেইজ কাটিয়ে গেলাম। সেটা মোটামুটি অতীত। আপনারা বর্তমান মনের ভিতরে, সব সময়ের জন্য।
ভাই, সমস্যা আরো এক জায়গায়, আপনাদের ঘরে গিয়ে কিছু বলে আসতে না পারাটা তীব্র লজ্জার। আর দয়া, সেটা স্রষ্টা ছাড়া কারোটা গ্রহণ করি না। লগইন করতেই খারাপ লাগে। প্রতিটা পেইজের নিচে মন্তব্য করুন এর ঘরে অটো সাজেশনের মত উঠে আসে,
দু:খিত, তুই পাপ করেছিলি, তোর জবান বন্ধ।
অপেক্ষা করছি উপযুক্ত প্ল্যাটফর্মের জন্য। যেখানে পাপ নির্ণয়ে পাপীরা বসে থাকবে না। মিথ্যা পাপ অটোসাজেশনের মত চোখের সামনে ঝুলবে না।
মাঝে মাঝে হাসিও আসে। যেমন আজকে। বহুদিন পর পোস্ট করলাম। বর্ষপুর্তির দিন করিনি। লগইন করেই লগআউট। 
অঙ্গহানির কথা না বলে পারিনি। দেখি কী, পোস্ট প্রথম পাতাতে যায়নি। দারুণ মজা পেলাম। আগে জবান বন্ধ করলেও পোস্ট প্রথম পাতায় যেত। আর এখন মুখ চেপে ধরে পোষাচ্ছে না, পোস্ট যাওয়া বন্ধ হয়ে গেল। 
হাসিটা কেন জানেন?
এটা তো মধ্যযুগের কোন সামন্ত রাজ্য নয়, বরং গ্লোবাল ভিলেজ।
এই সময়ে মুখ চেপে ধরে কাজ না হলে রিপ্রোডাক্টিভ বিচিও চেপে ধরতে হবে- বিষয়টা নিতান্তই ছেলেমানুষি আতঙ্কের বাইপ্রোডাক্ট।
৪|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৬:৩৪
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৬:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগিং ক্ষতিকর। লিখতে এসে দেখি ভাবনার অনেক স্থানই ব্লগ দখল করে রেখেছে, যার কারণে মাঝে মাঝে অন্য ভাবনাগুলো তার প্রয়োজনীয় সময় পায়না। আর মত প্রকাশের স্বাধীনতার যে ব্যাপারটা বললেন সেটা মনেহয় পৃথিবীর কোথাও নেই। আমরা সবাই তো নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করি। শুধু এতটুকু দেখতে হয় যে কোথায় আমার কতটুকু স্বাধীনতা পেতে পারি। মধ্য যুগের চাইতে গ্লোবাল ভিলেজে বরং নিয়ন্ত্রণটা আরো বেশী। আমার তো মনেহয় গ্লোবাল ভিলেজে পা রাখা মানে সোজা জেলে ঢোকা। হাস্যকর সব হিপক্রেসির মধ্য দিয়ে সারা পৃথিবী চলছে। ভাবে মনেহয় সকলের বুঝি দেয়ালে পিঠ ঠেকে গেছে।
  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:২২
০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বেশিরভাগ লাইনই কোট করার মত। 
আসলেই ব্লগিঙ একটা মন্ত্র, একটা জাদু। ঘোর। হয়তো শুভ, যদি আমাদের জন্য ঠিকঠাক হয়ে থাকে। 
দ্যাখেন না, একটা কাজের পোস্ট করতে গেলে মাস্ট, আগে পরে মিলিয়ে চল্লিশ পঞ্চাশ ঘন্টা খেয়ে ফেলে। অথচ চল্লিশ পঞ্চাশ ঘন্টা প্রোডাকশনের দিক দিয়ে বা আত্মউন্নয়নের দিক দিয়ে অসম্ভব উচু পরিমাণ সময়।
আর এই যে আঙুর ফলটা আছে না, এতে প্রচুর পরিমাণ সাইট্রিক এসিড বিদ্যমান... এসিড তো মানব জিহ্বার জন্য ঠিক উপযুক্ত নয়। ফলটা পাকতে প্রচুর সময় নেয়- তারচে হতাশার কথা হল, বাংলার মাটিতে যে আঙুরই ফলানো হোক না কেন, তা বাই ডিফল্ট টক হবে।
তাকে মিস্টি করতে হলে কেমিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন।
  
 
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৪
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ও, মামুন ভাই, আঙুর ফল টক কথাটা কিন্তু আমার বেলায় বলেছি।
৫|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৩৫
০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৩৫
অন্তরন্তর বলেছেন: 
লিখায় সহমত। 
দু দিন যাবত ইমন ভাইকে নিয়ে যেকোনো 
পোস্ট দেখলেই খুব কষ্ট লাগছে, কমেন্ট করতে 
ইচ্ছে করছে না।
শুভ কামনা ভাই।  
  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:২৪
০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:২৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন:   
 
আর কী বলব ভাই,
টাইম ইজ দ্য বেস্ট হিলার।
জয়তু ইমন জুবায়ের...
বা, ইমন জুবায়ের রকস!-
বলা আর হবে না। 
৬|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৯
০৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৯
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: আপনাকে খুব মিস করেছি লিসানি ভাই। খুব ... খুব ... । আমার প্রোফাইলে মোবাইল নাম্বার ও মেইল এড্রেস দেয়া আছে, একদিন আসবেন। আমার নিজ ফার্মের ফ্রিজিয়ান গাভীর দুধ দিয়ে, নিজ হাতে লাগনো কফি বীনের দাওয়াত।
আর যা হবার হয়েছে, এখন থেকে কন্টিনিউ আপনাকে ব্লগে চাই।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:০৬
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রেজাউর রহমান ভাই, ইনশাআল্লাহ, নিশ্চিত আপনার অফিসে আসছি। এমন মাটিঘেঁষা নিমন্ত্রণ উপেক্ষা করার উপায় নেই। 
ব্লগ তো পুরোপুরি ছেড়ে দিইনি। 
কিন্তু হিমায়িত। সমস্যা কী জানেন, আমার মনেই। যেটা করি, সারাদিন সারারাত শুধু সেটাই করি। 
এখানে কিছু সময় না কাটালে যে কোন বাঙালির ম্যাচিউরিটিতে একটু অপূর্ণতা থেকে যেতে পারে বলে মনে হয়- বাংলা ব্লগজগত বিশেষ করে সামহোয়্যারকে এ দৃষ্টিতেই দেখি। 
৭|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:২১
০৬ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:২১
 আমিনুর রহমান বলেছেন: Emon bhai tumi valo theko.
lisani bhai apni o valo thakben.
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:০৯
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:০৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এমন মানুষ এভাবে যায় কেন?
ইমন জুবায়েরের স্পর্শ পাবার যোগ্যতা আমাদের হয়ত ছিল না, কিন্তু তাঁর লেখার স্পর্শ থেকে বঞ্চিত হলাম কেন? 
বিষয়টা নিতে পারছি না, যে ইমন জুবায়েরের কাছ থেকে আর কিছু শিখব না। 
ব্লগে লগইন করা বন্ধ করার পরও সামুতে এলেই ইমন জুবায়ের পোস্ট চেক করা অবশ্যম্ভাবী ছিল।
৮|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৭
০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: আমি দু:খিত নই, মানুষ দু:খিত হয় অন্যের শোকে- অঙ্গহানিতে মনোজগত ক্ষতবিক্ষত।
ভাই আপ্নাকে আর দেখি না কেন ? আমরা ব্লগার গ্রুপে নিয়মিত আসেন । আমাদের ভালো লাগবে ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১২
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই মনটা ঘুরে গেছে। ব্লগে আসি না তা না, কিন্তু নিয়মিত ব্লগিঙ করলে মনের পুরোটা জুড়ে থাকে ব্লগ, ঘুমের শেষে প্রথম ভাবনা- ব্লগ... এইসব ভাবনা হয়ত এসেছে সিম্পলি মন খারাপ হবার পরই... ফেসবুকে যাব।
৯|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
আদিম পুরুষ বলেছেন: সালাম লিসানি ভাই। আমাকে চিনবেন না অবশ্য। আমার ব্লগে প্রবেশের পর আপনিই প্রথম উইশ করেছিলে। ফিরে এসেছেন । আনন্দের খবর। ইমন ভাইয়ের জন্য দোয়া থাকল।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৬
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম জানবেন ভাই।
ঠিক যাইনি, ফিরেও আসিনি। 
আপনজন হারালে মানুষ যেভাবে নিজের অজান্তেই চিৎকার করে ওঠে না, তেমন হয়েছে।
ইমন ভাইয়ের জন্য দোয়া করার কিছু নেই। 
এসব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন- আমার মত ঝগড়াটের জন্য নয়। 
তিনি বাই ডিফল্ট শুদ্ধমনের মানুষ। তাঁর কাজকর্মের ধারাটাকে অনেক গভীরভাবে বোঝার চেষ্টা করতাম।
১০|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
০৬ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
েরজা১৩েহপী বলেছেন: Click This Link
আপনাকে পেয়ে খুশি হলাম। ইমন ভাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৮
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লিঙ্কটা দেখছি ভাই।
ফিরে আসাটা ইমন জুবায়ের ভাইয়ের হাহাকার।
মাঝে মাঝে ভাবতাম, তাঁর মত কন্সট্যান্ট ও নির্মোহ ব্লগার কি হতে পারব?
না, পারব না, কারণ তাঁর মত কন্সট্যান্ট ও নির্মোহ মানুষ আমি ব্যক্তিজীবনে নই।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২২
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, লজ্জিত। নিতান্ত অকারণে শখ করে ব্লগ করা, চিল্লাচিল্লি করা- এর মাঝে এমন ভালবাসা পেলে মুখ দেখানোর জায়গা থাকে না।
আসলে আমার কমেন্ট ব্যান করার আগের কমেন্টটা ছিল রাজনীতিকদের পোষ্যরূপ সন্তানদের অপকর্ম বিষয়ে। সেটাই কিনা জানি না, তবে ওটা রিগ্রেটেবল কমেন্ট নয়। তার জন্য অনুশোচনা করে নীতি হারাতে রাজি নই। 
১১|  ০৬ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
০৬ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
আফিফা মারজানা বলেছেন: লিসানী ভাই ।রোজ একবার করে হাজিরা দেই প্রিয় ব্লগারের ঘরে ফিরে এসেছেন কিনা দেখার জন্য ।আপনার পোস্ট প্রথম পাতায় না গেলেও যে পাঠক পাবে অন্য পোস্ট নির্বাচিত পাতায়ও সে পাঠক পাবেনা ।আপনাকে অনেক মিস করি ।আপনার আনব্যন চেয়ে পোস্ট দিয়েছিলাম । চড়টা ঝড় হয়ে ফেরত আসে কথাটা ভুলিনি ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৭
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রথম তিনটা লাইনের জন্য সিম্পলি লজ্জিত। এ বিষয়টা যে কত খারাপ, তা বলার মত না। একজন মানুষও যদি অপেক্ষায় থাকেন, সেখানে ফিরতেই হবে। 
কথা থাকছে, আপনাদের- বন্ধুদের ছেড়ে পুরোপুরি যাচ্ছি না কোনদিনই।
১২|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০১
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০১
শফীক রহমান বলেছেন: আপনার কয়েকটি পোস্ট পড়লাম। ভালই তো লিখেন আপনি। ব্যান করা হল কেন ?!!!!!
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৮
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শফীক ভাই,
'ব্যান করা হল কেন?'
ভদ্রতা রেখে বলি, 
অ্যাক্টিভিটি ভালো চোখে দেখা হয়নি, সে কারণে।
১৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:১২
০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:১২
ফারজুল আরেফিন বলেছেন: ইমন ভাই আর ডিসকো বান্দরের পোস্ট পড়ে ব্লগে নিক খুলেছিলাম।  
 
ভালো থাকুন সবসময়....
  ০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
০৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: 
আমি ভেবেছিলাম,
পরের পোস্টগুলোর মধ্যে একটা পোস্ট হবে এমন-
আমার দূরের শিক্ষকেরা
(বিষয়বস্তু থাকবে, যেসব মানুষকে দেখিনি বা ব্যক্তিগতভাবে পরিচিত নই কিন্তু তাদের নিয়মিত শিক্ষাদান আমার মনোজগতকে তৈরি করছে)
সেখানে যাদের নাম থাকবে, হামজা ইউসূফ, ড. তাহির আল ক্বাদরী, ড. মিচিও কাকু, সালমান খান, শহীদ আল বোখারী মহাজাতক, মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, দীপক চোপড়া, কাজী আনোয়ার হোসেন (/বিদদুত মিত্র ছদ্মনামে আত্মউন্নয়নের লেখাগুলো), চিত্রপরিচালক মুর, পাওলো কোয়েলহো... আর এই ছত্রে অবশ্যই আর একজনের নাম ছিল- আমাদের ইমন জুবায়ের।
এই সবগুলো মানুষ সমসাময়িক। তাঁদের কাছ থেকে প্রতিনিয়ত আপডেটেড হই। কিছু শিখতে হলে বেছে রাখা এই মাত্র কয়েকজনের কাছেই শিখি... তাই এদের যে কাউকে হারানো বড় ব্যথার। 
আগে জবাব দেন তো ভাই, ব্লগিঙ করবেন না, এমন একটা পোস্ট দিয়েছিলেন কেন কয়েকদিন আগে?
এমন করলে বছরজুড়ে বানানো সৃহৃদদের সাথে ইন্টারাকশনটা থাকবে কেমন করে?
বাসার দু ব্লক পিছনে থাকে, এমন দুটা ক্লোজ বন্ধুর সাথে কখনো ফেসবুকে কথা হয় না, তিন বছরে দেখাও হয় না- এই বাস্তব জীবনে তো ভার্চুয়াল লাইফের কিছু মানুষ হয়ে পড়ে স্বজন।
ভাল থাকুন অনন্তকাল।
১৪|  ১০ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:১৫
১০ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: ব্লগিং আসলেই করছি না। অবসর সময় কাটাচ্ছি শুধু। কিছু বালদাসের কারণে ব্লগে এসে শুধু শুধু মন খারাপ করার কোন মানে হয় না। আর এখানে কিছু নোংরা ও অসুস্থ মানুষ আছে যারা ব্লগ রাজনীতির নেতা-কর্মী - ওদের দেখলেই গা ঘিন ঘিন করে। ব্লগিং করার সময়ও পাচ্ছি না। নিজ নাম পরিচয়ে ব্লগিং করার পরিবেশও নেই। কখনো ফিরলে অন্যকোন নামে হয়তো........!
ভার্চুয়াল লাইফের কিছু মানুষ যাদের স্বজন হিসেবে পেয়েছিলাম, তাদের কথা অনেক বছর মনে থাকবে। স্বজনরা সকলে ভালো থাকুক।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৫৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: Human nature  shikhi ekhane...
good spot.
baldash--- do u mean a political situation ?
১৫|  ১২ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
১২ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
অনিক আহসান বলেছেন: ইমন ভাইয়ের পুরানো একটা লেখা পড়তে গিয়ে দেখলাম আপনি অ্যাক্টিভ হইছেন।জানলাম আপনি এখনো বেঁচে আছেন। ব্যাপার কি সামুতেও নাই আমারব্লগেও নাই। এমন ডুব দেয়ার হেতু কি জনাব?
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৫৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: bhai, etota taan dekhle to abegi hoi.
post eto kom keno? read u.
amar blog e o jai kom- karonta shunle hashte paren-
I was surprised to see that, if, by any chance, my mom got an ugly pic,
JOUBON JATRA would host that one.
can t simply cope up with the largest VIRTUAL GANG RAPISTS
১৬|  ১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:১৮
১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:১৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: কিরে ভাই ? কোথায় হারিয়েছিলেন ? ভিজিটর লিস্টে আপনাকে দেখে লগ আউট করলাম না।কেমন আছেন ? 
প্লিজ ফিরে আসুন।আপনার লেখা ,মতামত ,উপস্থিতি সবাই মিস করি।ভালো থাকবেন,শুভকামনা নিরন্তর
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: with u bhai, as always.  ei voy e log in  kori kom.
We r and we will b  
১৭|  ১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:৫৭
১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:৫৭
লোনলিফাইটার বলেছেন: ব্রোোোোোোোোোোোো ব্যাক?ভিজিটর লিস্টে দেখে আসলাম।স্টাটাস কি এখন?ওয়েল কাম ব্যাক ব্রো।আমি কেটা?  
   
   
   
   
   
   
   
   
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: bro....
apnara to kadiye charben .
the fighter apni...
shikar korbo amra kono ekdin ekshathe
১৮|  ১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
১৩ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
শাহেদ চট্রগ্রাম বলেছেন: আপনাকে ব্যান করার কারণটা এখনো বুঝলাম না।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: jakge.
don t bother bhai
awesome propic
১৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:০৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: লিসানি ভাই, আরেকটা নিক খুলে ফেলেন। এখন তো আর নিক জেনারেল হতে সময় নেয়না। ব্লগে মোটামুটি অনেকেরই মেইন নিক ব্যান হওয়ার রেকর্ড আছে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই,
যেদিন আমার নিক কমেন্টব্যান করা হয় সেদিন অতি স্বল্প বয়স্ক দুটা নিককে ব্যান করা হয়েছিল। 
আইপি দেখে নিশ্চই। এখন কোন কর্তৃপক্ষকে ফাঁকি দেয়ার জন্য আইপি হাইড করে নিক খুলব, এতটা পাগল হবার কারণ তো দেখি না।
১. ওঅরিয়র অভ দ্য লাইট- নিকটা খুলেছিলাম শুধু আত্মউন্নয়নমূলক অনুবাদ প্রকাশের জণ্য।
২. সারমেয় এইচ. গজারি- এটা খুলেছিলাম স্রেফ কুত্তা মারার জন্য। সাম্প্রদায়িক অস্থিতিশীলতার কুত্তা এবং রাজাকার কুত্তা। 
এরপর আরো নিক খুললে লাভ হবে কিনা , তাও দেখার বিষয় ভাই।
সমস্যা অন্য কোথাও, ব্লগিঙ করলে নিজের উন্নয়নের দিকে তাকানো হয় না। তাই মিনিমামই ভাল। আর আজকাল শুধু পড়ছি, খুব ভাল লাগছে।
আমার কেন যেন বারবার কথা কথা মনে হয়,
মামুন ভাই ব্লগ খোলার সময় যেসব পোস্টের কথা ভেবে রেখেছিলেন, তার প্রায় কোনটাই আজো দেননি। 
ভাই, আপনার সত্যিকার পোস্টগুলোর অপেক্ষায় আছি। 
২০|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
আফিফা মারজানা বলেছেন: লিসানী ভাই !
আত্ম উন্নয়ন মুলক লেখা চাই ।একান্ত দাবী ও অনুরোধ ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এগুলোই সবচে বেশি প্রিয়। ভাল আছেন আশা করি।
ইদানিং মাথায় ঘুরছে মানুষের ক্ষমতার চূড়ান্ত নিয়ে কিছু ভাবনা। কিন্তু ভাল লাগছে না। অবশ্যই লেখা হবে, আশা রাখি। 
ডক্টর এক্স এর লেখাগুলো পড়লাম। খুব ভাল লাগছিল। ঘুরে আসুন না, বিশেষ করে অবচেতন মন নিয়ে লেখাটা- ওটা আছে কুনোব্যাঙ ভাইয়ের শোকেসে।
২১|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:২০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:২০
জটিল বাক্য বলেছেন: ইমন ভাইকে জানার সুযোগ হওয়ার আগেই চলে গেলেন।
লিসানি ভাই আপনি কেমন আছেন?
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:৫১
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আমি ভাল আছি। 
ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো থেকে কিছু কিছু লিঙ্ক দিব, পনেরশো পোস্ট পড়তে হয়ত সম্ভব হবে না, তাই অন্তত ওই পোস্টগুলো দেখুন। 
লিঙ্ক দিব আজকে রাতে, এই কমেন্টে।
২২|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২৪
১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২৪
লোনলিফাইটার বলেছেন:   
   
   
   
   
   
   
   
   
   
 
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: থাকগা ভাই। অসুবিধা নাই।
একটা মজার কথা কী জানেন?
আমি যখন একদম নতুন, তখন মনে করতাম আপনি বোধহয় সব ধার্মিককেই বিশ্রি ভাষায় আক্রমণ করেন। যেমন 'প্রায়' আক্রমণের শিকার হয়েছিলাম আমার আরেক প্রিয় ক্ষেত্র আমারব্লগ ডটকমে। কিন্তু অজস্র সহব্লগারের সাথে যে মিথষ্ক্রিয়া দেখেছি, তথাকথিত ফাইটারদের চেয়ে আপনার লড়াইটাই আমার কাছে জেনুইন লাগে। সত্যিকার রাজাকার ও প্রো-রাজাকারের বিরুদ্ধে।
এতদিন ব্লগিঙ করলাম, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভার্চুয়াল লড়াই ঠিক কী কারণে ওভাবে করা হল না জানি না।
আছিতো একসাথেই।
২৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২৮
আফিফা মারজানা বলেছেন: লিসানী ভাই
আসিফ মহিউদ্দিনের ব্যাপারটা নিয়ে আপনার মত জানতে চাই ।
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৪
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৩৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রথম কথা,
আমি বিশ্বাসী, আর বিশ্বাসী কখনো দ্বিমুখী হতে পারে না। কুরআনে যাদেরকে মুসলিমুন বলা হয়েছে তাদেরকে মুনাফিকুন বলা হয়নি। যাদের মুনাফিকুন বলা হয়েছে তাদের মুসলিমুন বলা হয়নি।
নীতির সাথে কম্প্রোমাইজ করতে পারিনি জামাতি খালু শ্বশুরের সাথেও। ভরা মজলিসে আত্মীয় পরিবেষ্টিত অবস্থায় তিনি বলেছিলেন, 'এইযে যুদ্ধাপরাধীদের বিচার, এটা কী মনে কর?'
আমি বলেছিলাম, খালুআব্বা, আমি টিভিও দেখি না, পেপারও পড়ি না- নিজের জগতে থাকি। তাই প্রকৃত বিচার হচ্ছে কিনা এ বিষয়ে বলতে পারছি না।
মোটামুটি পাঁচ-ছয়জন অপ্রস্তুত।
আর এটা তো ব্লগই। 
প্রথমত, যখন ড. হুমায়ূনকে কোপানো হল, আমি প্রকৃত ক্ষতবিক্ষত ছিলাম। লোকটাকে যে অ্যান্টি-ইসলামের জন্য কোপানো হয়নি তা নিশ্চিত। তাকে কোপানো হয়েছিল মুক্তিযুদ্ধের কথা বলাতে।
এবং এ নিয়ে সব সময় কষ্ট পেয়েছি।
আসিফ সাহেবের ব্যাপারে আসি।
তাঁর নাম হয়ত এই প্রথম ব্লগে নিলাম।
প্রকৃতপক্ষে কারা কাজটা করে থাকতে পারে?
১. ছিনতাইকারী? সম্ভাবনা অত্যন্ত কম লক্ষণ বিচারে।
২. অতীতে একসাথে লড়াইকারী? হতেই পারে। অবশ্যই হতে পারে।
৩. মেন্টাল, যে কিনা ইসলামের বিষয়ে যে কোন কথা বললেই কুপিয়ে দিবে? হতে পারে। এই মেন্টালদের হাত থেকে আপনারও নিস্তার নেই, আমারও নেই, নাস্তিক-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের তো নেইই, এমনকি বাংলাদেশের ৭০%+ মুসলমানও তাদের বিবেচনায় অবশ্যই হত্যার যোগ্য।
৪. অ-মেন্টাল ক্ষিপ্ত মানুষ। যে হয়ত 'মৌলবাদী' বলব না, সরাসরি মুসলিমই বলব।
এখন, এই চতুর্থ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি?
আমি নিজে এই চতুর্থ শ্রেণীর মানুষ।
আমি যদি আমার মায়ের বিষয়ে এই ভাষা শুনি, তাহলেও খুন করব। 
যদি বাবার বিষয়ে এই ভাষা শুনি, তাহলেও খুন করব।
ঠিক একইভাবে, যদি আমার রাসূলের ব্যাপারে এই ভাষা শুনি, তাহলেও খুন করব।
এটা আইনের লঙ্ঘন হবে।
এটা রাষ্ট্রীয় অন্যায় হবে।
সামাজিক অন্যায় হবে।
কিন্তু নিজের মা-বাবাকে এভাবে হেনস্থা করলে মানুষের হিতকর্মাদির বিবেক থাকে না।
কথাটা হিন্দু-মুস্লিম-নাস্তিক-আস্তিক-বৌদ্ধ-খ্রিস্টান-বাঙাল-অবাঙাল নির্বিশেষে প্রযোজ্য।
একটা ব্যাপারে কি কষ্ট লাগে না?
আসিফ সাহেব হয়ত কমবেশি একলাখ মানুষের হৃদয়ে নিয়মিত রক্তক্ষরণ করে আসছেন, কিন্তু তার বদলে তার একার রক্তটা শুধু বাইরে বেরিয়ে এসেছে।
প্রতিটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে।
এখন, আপনিই হিসাব করুন, ইন্টেনশনালি এক লক্ষ মানুষকে কষ্ট দিলে প্রকৃতি সেটা যদি ফিরিয়ে দেয়, তা শারীরিক হলে এতটা ক্ষত হতেই পারে।
আরে ভাই, অনেক নাস্তিক রীতিমত আমার বন্ধু।
তাহলে আমার মত একজন মানুষ (যদি চতুর্থ আশঙ্কা সত্যি হয়ে থাকে) কেন তাকে এমনকি শারীরিক আঘাত করতেও পিছপা হবে না?
কারণ, ওই নাস্তিক আর আসিফ সাহেবের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে।
তিনি বলেছেন, মূর্খ না বুঝলে নাকি তার উপর বল প্রয়োগ করতে হয়।
তাঁর তীর তাঁর দিকে কেন ফিরে আসবে না?
প্রকৃতির নিয়ম অলঙ্ঘ্য।
এ তো হবার ছিল, আমার শুভ বা অশুভ কামনায় কিছু এসে যায় না।
২৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫২
১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫২
আফিফা মারজানা বলেছেন: হতেই পারে ।আমিও চার নম্বর দলের লোক ।কিন্তু এর প্রতিক্রিয়া সামাল দেয়াটা এই শ্রেণীর জন্য কিংবা প্রতিক্রিয়া হজম করাটা কষ্টকর হয়ে যাবেনা ? আরেকটা সম্ভাবনা আপনি এড়িয়ে গেছেন ,যেটা অনেকে বলছে -হিট হবার জন্য এটা অভিনয় ।সে ব্যাপারে কি বলা যায় ?আমরা কিন্তু দেখছি না যে তিনি প্রকৃতপক্ষে কতটুকু আহত ।তারা যে ভাষ্য দেবে সেটাই বিশ্বাস করতে হবে ।
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২২
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ছবি দেখলাম, প্রত্যক্ষদর্শীদের কথা শুনলাম- যারা তার সাথে একমত নন। এতে নিশ্চিত হওয়া যায়, যে নিজে নিজে নাটক করেনি।
এখন বিষয় হল, আমি শুধু চতুর্থ দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছি।
প্রথম ও পঞ্চম বাদে দুই-তিন-চার যে কোনটা ঘটেই থাকতে পারে। কোনটাকেই হালকা করে দেখার সুযোগ নেই। 
ডক্টর এক্স এর লেখা দেখেছিলেন? আমি তো খুব পড়ছি। 
২৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
আফিফা মারজানা বলেছেন: পড়তেছি ।একটু একটু করে ।আমলকী আমলকী লাগতেছে ।প্রথমে কষ তারপরে রস ।
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৯
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমার কাছে তো চরম সরস লাগছে!
উনি এই ধারায় হাজারখানেক পোস্ট করলেও পড়ব।
২৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২২
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২২
ওবায়েদুল আকবর বলেছেন: লিসানি ভাই বিভিন্ন ঝামেলার কারণে আমিও ব্লগে কম আসি কিন্তু আপনার হারিয়ে যাওয়াটা মানতে পারছিনা। ফিরে আসেন ভাই। প্লীজ.....
আর ইমন জুবায়ের ভাইয়ের ব্যাপারে কি বলব। আমার কাছে ব্লগিং মানেই উনি। আমরা কোন ব্লগার নাকি?
  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৭
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: 'আর ইমন জুবায়ের ভাইয়ের ব্যাপারে কি বলব। আমার কাছে ব্লগিং মানেই উনি। আমরা কোন ব্লগার নাকি? '
এক্সাক্টলি এই কথাটাই বলতে চাইছিলাম। তাঁর মধ্যে এমন একটা কিছুর সন্ধান পেয়েছিলাম, যেটাকে 'পরিপূর্ণতার কাছাকাছি' বলা চলে। পরিপূর্ণতার দেখা পেয়েও অদেখার তৃষ্ণা বয়ে যেতে হবে। 
ওবায়েদ ভাই, 
অবশ্য অবশ্যই আছি। নিজেকে গুটিয়ে নেয়ার পর এমন সব মানুষ এমন আপনের সুরে কথা বলেছেন, নিজেকে মানুষ বলে মনে হয়েছে। আমি ভাই আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।
২৭|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০২
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০২
তামিম ইবনে আমান বলেছেন: 
আপনাকে মিস কর্লাম! ওপস! 
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০৯
১৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তামিম ভাই, এই পোস্টটায় কথা বলছি। আপনাকে মিস করিনি এক বিন্দু। কেমন আছেন আপনি? অবশ্যই ভাল আছেন। আপনি হালকা মেজাজের মানুষ। সব সময় ভাল থাকে। এবং তাদের অর্জনগুলো হয় অনেক দৃঢ় ও সুন্দর।
২৮|  ১৭ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৭
১৭ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৭
আফিফা মারজানা বলেছেন: পড়ছি ।তবে পাঠকের বয়স বলে একটা কথা আছে ,তাইনা !আশা করছি পাঠক অভিজ্ঞ হচ্ছে ।
  ২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:০৮
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:০৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনুসন্ধানীর ভিতরে রাসূল দ.- কী অবাক কথা না?
২৯|  ২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৩
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৩
আফিফা মারজানা বলেছেন: আত্ম উন্নয়ন মূলক লেখাগুলো পড়তে গিয়ে আমার নফসে আম্মারা ও মুতমাইননাহর কথা মনে হলো ।
  ২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:০৭
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:০৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: খাইসে! আপনার ভাবনার ধারা তো পুরা সিস্টেমেটিক দিকে চলছে।
এগিয়ে যান। ওইদিন থামবেন, যেদিন বলতে পারবেন, 
আমি আদেশ করি, হও! এবং তা হয়ে যায়। (কারণ, আপনি তাঁরই প্রতিনিধি, আর প্রতিনিধি তার প্রভুর ফুঁৎকার নিয়ে আসে এই পৃথিবীতে।)
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:০১
০৬ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কেমন আছেন?