|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
কোন অঞ্চলকে বা কোন জনগোষ্ঠীকে আরো ২০০ বছর পায়ের তলায় রাখতে হলে যুদ্ধ চাই। যুদ্ধ। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। বিজ্ঞান এখন যে কাউকে দিয়ে যে কোন উন্নয়নমূলক যন্ত্র বানিয়ে নিতে জানে। এ তো হতে দেয়া যায় না।
তাই যুদ্ধ চাই।
পৃথিবী বিজ্ঞানের বদৌলতে, মানুষের কষ্টের বদৌলতে এম্নি এগিয়ে যাচ্ছে। এখন উন্নয়ন কোন বিষয় নয়। এটা একটা ধারা। যত দুর্নীতিই থাক, যত বস্তাপচা দেশই হোক, সেখানে উন্নয়ন হতেই থাকবে। কারণ এটা একটা প্রক্রিয়া। যে-ই ক্ষমতায় থাক, যত খারাপ বা ভাল মানুষই ক্ষমতায় থাক, উন্নয়ন তাই হবেই। এই প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার একমাত্র হাতিয়ার যুদ্ধ। যুদ্ধ ব্রিজ ধ্বংস করে। বানায় না কখনো। যুদ্ধ খাবারের বদলে টহল গাড়ি কেনায়। শস্যক্ষেত্রে ফেলে বোমা। যুদ্ধ ভূমিকে পরিণত করে পাথরের খন্ডে।
যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো-
পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর 
মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে?
লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র  
জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২. 
অবমাননা জামাতেই
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ৩:৫১
১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ৩:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিষয় জটিল।
২|  ১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১:২৭
১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১:২৭
নিয়েল হিমু বলেছেন: চিটাং এ যেই হাড়ামীপণা করল তার জন্য কি কোন বিব্রিতি দিছে আজকে ? শুনলাম বিশাল একটা গড়ুর রচনা নাকি দিছে লেইখা ।
  ১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ৩:৫২
১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ৩:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চিটাগাং নিয়া না তো। কইল তেরো ধপা নিয়া। যা কইসিল সব উল্টায় দিল। লগে মিলাইল অনেক অনেক সরকার বদনাম। তালিয়া।
৩|  ১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪৫
১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মানবজাতীর ইতিহাসই হলো যুদ্ধের ইতিহাস। মানে আমরা যতটুকু জানতে পারি আরকি।
ওমুক জাতি তমুক জাতির উপরে ঝাপায় পড়সে অমুখ জাতি ম্যালা সাহসী- এই হলো (যুদ্ধ) ইতিহাসের শিক্ষা।
যেন ধ্বংসই সাহসের পরিচয়। যুদ্ধ আসলে কখন লাগে? যখন সবকিছু ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছে। আর বর্তমানও একসময় অতীত হবে। তখন আসলেই ইতিহাসটা অন্য রকম হবে। বলবে অতীতে যুদ্ধ নিয়ে ব্যাবসা করা হতো। 
বলবে: তারা যুদ্ধকে চলমান রাখতো একপক্ষকে মদদ দিয়ে আবার তারাই অস্ত্র সরবরাহ করতো অন্য পক্ষকে।
আর এই ইতিহাসের অংশীদার হবো আমরা সবাই। এটাই দুঃখ।
  ১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৯
১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:১৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: যেন ধ্বংসই সাহসের পরিচয়। যুদ্ধ আসলে কখন লাগে? যখন সবকিছু ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছে। আর বর্তমানও একসময় অতীত হবে। তখন আসলেই ইতিহাসটা অন্য রকম হবে। বলবে অতীতে যুদ্ধ নিয়ে ব্যাবসা করা হতো।
বলবে: তারা যুদ্ধকে চলমান রাখতো একপক্ষকে মদদ দিয়ে আবার তারাই অস্ত্র সরবরাহ করতো অন্য পক্ষকে।
আর এই ইতিহাসের অংশীদার হবো আমরা সবাই। এটাই দুঃখ। 
কী কথা! বাঁধিয়ে রাখার মত কথা।
৪|  ১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪৮
১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ও হ্যাঁ শুভ নববর্ষ লিসানী ভাই। 
  ১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২০
১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নববর্ষ শুভ হোক। শুভ হোক। শুভ হোক। দেশের জন্য এই নতুন বছরটা অতীত থেকে শুভতর হোক। হত্যা নয়, উপলব্ধি চাই।
৫|  ১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৪৭
১৪ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:৪৭
 আমিনুর রহমান বলেছেন: 
শুভ নববর্ষ লিসানী ভাই। 
  ১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২১
১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমিনুর ভাই আপনাকেও জানাই শুভনববর্ষ। আল্লাহ, এই বছরটা তুমি নিজের কুদরতি হাতে নিয়ে নাও।
৬|  ১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৯
১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৯
মামুন হতভাগা বলেছেন: ৭১ এ ছিলাম না,এবার কিন্তু ছাড়ব না।
শুভ নববর্ষ ভাই   
 
  ১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২২
১৪ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কিছু কিছু সময় উপায় থাকে না। তাও হত্যা নয়, হত্যা নয়, হত্যা নয়।
৭|  ১৪ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
১৪ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা
  ১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১১:২৮
১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১১:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভ ইচ্ছা। ভাল হোক। শুভ হোক। দেশটা ভাল থাকুক। দেশের সব মানুষ ভাল থাকুক।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১:২৬
১৪ ই এপ্রিল, ২০১৩  রাত ১:২৬
নিয়েল হিমু বলেছেন: কছম খোদার যুদ্ধের জন্য প্রস্তুত আছি । স্বাধীন স্বপ্নের মত দেশটাতে যা শুরু করছে খাপোরা এইটার শেষ যুদ্ধ দিয়া করতে হলেও রাজি আছি । করুক খালি বাঙ্গালী জাতীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা । বাস ভারা কৈরা মাদ্রাসা মক্তব থেইকা ছাত্র নিয়া যদি ৯০ভাগ মুসলিমের প্রতিনিধী সাজতে পারে তাইলে করুক যুদ্ধ ঘোষণা ।