| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ
ভালোবাসি সব সত্য কে,সত্য জিনিসগুলোকে।
আজ উম্মার এই কান্না আর মৃত্যুর হাহাকারের মাঝে কিছু ছবি প্রকাশ পাচ্ছে যেখানে লেখা "Ebba Aukerland" সুইডেনের এক প্রতিবন্ধী শিশু হত্যার প্রতিশোধের কথা বলে এই হত্যাকান্ডকে বলা হচ্ছে প্রতিহিংসার হত্যাকান্ড।আসলেই কি তাই?? লরি চালিয়ে উজবেক যুবক হত্যা করল সে কি আদৌ মুসলিম সংগঠনের কেউ নাকি অন্য কেউ তা স্পষ্টভাবে জানে না।'ব্রেনটন ট্যারেন্ট' নামে এই নরপিচাস তার এই নির্মমতার লাইভ করেছে। তাকে বলা হচ্ছে সে এক্সট্রিম শুটার। মানসিক ভারসম্যহীন।
.
কিছু মানুষ বলতেছে এর প্রতিশোধ হিসেবে মুসলিমরা আবার নাকি কোথাও হামলা করবে।এভাবেই নাকি নিরীহ মানুষ মারা যাবে।নিরীহ মানুষ মারার উৎসব তো সেদিন এই কাফির আর মুশরিকরা হযরত সুমাইয়া (রাঃ) কে শহীদ করার মধ্য দিয়ে শুরু করেছিল।
আজ ফিলিস্তিনে শত শত শিশুর আর্তনাদ,মিয়ানমারের শিশুদের আত্ম চিৎকার,কাশ্মীরের মানুষের হাহাকার,সিরিয়ার সাগরতীরে পড়ে থাকা শিশুর মৃতুদেহের প্রতিশোধ কোন মুসলিমা নিরীহ মানুষের উপর নেয় নাই।
.
আজ এই রক্তের দাম আমরা কখনো দিতে পারি নাই। নিজ জাতির রক্তাক্ত এই সাগরের মধ্যে আমরা সত্যি দিশাহীন।আমরা মজলুম হিসাবে আজ নির্যাতিত।তবে ইনশাআল্লাহ একদিন আমাদের বিজয় সুনিশ্চিত।
(হে মুমিনগণ!) তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিত হয়ো না। তোমরা প্রকৃত মুমিন হলে তোমরাই বিজয়ী হবে। (সূরা আলে ইমরান : ১৩৯)।
সে দিনের অপেক্ষায়।
২|
১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৩
আকতার আর হোসাইন বলেছেন: কয়, ফিলিস্তিনে শিশুদের কান্না... কাস্মিরের মুসলিমদের আর্তনাদ... রাখাইনে মুসলিমদের উপর অত্যাচার.. কত নিষ্পাপ বাচ্চা মরছে,।।। কত মায়ের ভুক খালি হচ্ছে।
এসব আমাদের অন্তরে আগুন জ্বালায় ঠিকই...
কিন্তু
কয় আমরা তোহ প্রতিশোধ নিতে যায়নি...
আল্লাহ সবাইকে সহীস বুজ দান করুক।
সত্যের বিজয় সুনিশ্চিত।
৩|
১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০১
মাহমুদুর রহমান বলেছেন: সর্বশেষ কথাটা ভালো লাগলো খুব।
৪|
১৬ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃসময়ে ধর্য্য ধারণ করার পাশাপাশি, মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া, বিপদকে সাহসিকতার সাথে মোকাবিলা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে হাত তোলা সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা বলে মনে করি। প্রতিশোধ কোন সমস্যার সমাধান নয়। সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন এই দোয়াই করছি।
৫|
১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৬
রাজীব নুর বলেছেন: আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের ভালো রাখুক।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ হামলা ও ইশতেহারের সঙ্গে সন্ত্রাসী সংগঠন ‘ব্লাক সান’ জড়িত বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ব্রেন্টন ট্যারান্ট কুখ্যাত ব্লাক সানের সদস্য। তাঁর প্রকাশিত ইশতেহারে ব্লাক সানের লোগোও দেখা যায়। এ ঘটনার পর ‘ব্লাক সান’ নিয়ে বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্ল্যাক সান সংগঠনটিকে নব্য নাৎসিবাদীদের সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে।