| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ
ভালোবাসি সব সত্য কে,সত্য জিনিসগুলোকে।
প্রিয় শব্দ হয় কখনো বইয়ের পাতা উল্টানোর মত,হৃৎস্পন্দনের মত,
পাখির ডানার পাশে নিঃশব্দ আলোর মত।
বৃষ্টির বিরামহীন রিমঝিম আওয়াজ, কিংবা ভোরের শিশির সতেজ,
সব আকুলতা মিলেমিশে একাকার,
রিক্ত হৃদয়ের গভীরে না পাওয়া হাহাকার।
নির্জীব অনুভাবিত বৃক্ষরাজি,
স্রষ্টার অপার দয়ায় ফিরে পায় বেঁচে থাকার শ্বাস,
প্রানের স্পর্শে ফিরে আসে বিশ্বাস।
বাস্তবতার সাথে কত শত জল্পনা-কল্পনা,
যেখানে আঁকা হয় প্রিয় শব্দের আল্পনা।
প্রিয় শব্দের মুখরতায় পরিপূর্ণ হয়ে উঠুক চারিদিক,
রাত কেটে ফুটে উঠুক সুবহে সাদিক।
২|
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ বলেছেন: না পড়ি নাই।
৩|
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন।
৪|
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ++
৫|
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী কিরণ বলেছেন: না পড়ি নাই।
এত ভাল একটা বই। অথচ পড়েন নাই!!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: 'দি আউটসাইডার' বইটা পড়েছেন?