![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।
সৌদি শব্দটা, সাউদ গোত্র হতে এসেছে । আবু লাহাব, আবু জাহেল, কাফের এজিদ ও আব্দুল ওহাব নজদীর আনুসারী হচ্ছে সাউদ গোত্র । এই সাউদ গোত্রের অন্যতম নেতা আব্দুল আজিজের পিতা ১৯৩২ সনের ২৩শে সেপ্টেম্বর একটি কমিশন গঠন করে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে, ঈমানের প্রকাশস্থল, দ্বীনের কেবলাভূমি, আল-আরবকে অবৈধভাবে সৌদি-আরব নাম করণকরে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, রাজতন্ত্র কায়েমের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা নাগরিক ক্ষমতা ভোটাধিকার সব হরণ করে ফেরাউনের মত ত্রাসের রাজত্ব কায়েম করে । ইসলামের মহামূল্যবান নিদর্শন মহান সাহাবায়ে কেরামের পবিত্র মাজার শরীফ সমূহ ভেঙ্গে ফেলে, এক কথায় বলা যায়, মুক্তির দ্বীন ইসলামকে সব দিক থেকে বিকৃত করে । কাফের এজিদের কুফুরী আদর্শগুলো প্রচুর অর্থ ব্যয় করে সারা বিশ্বে প্রচারের মাধ্যমে সাধারণ মুসলমানকে তাওহীদ-রেছালাত হতে বিচ্ছিন্ন করছে । আর দ্বীনের কেবলাভূমি, ঈমানের প্রকাশস্থল তথা আল-আরব গোত্রবাদ দ্বারা অবরুদ্ধ হওয়া মানে বিশ্ব মুসলিম পরাধীন হয়ে যাওয়ার নামান্তর । তাই যাদের আত্মা-জীবন প্রিয় নবীর প্রেমে গঠিত তারা কখনো সৌদি আরব বলতে পারেনা ।
©somewhere in net ltd.