নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

বিয়ের পোশাকের দাম ২২০ কোটি টাকা !

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৯

সৌদি অধিপতির মেয়ের বিয়ে বলে কথা। খরচের
বিলাসিতা যেকোনো মাত্রা ছাড়াবে, এমনই হওয়ার কথা।
দেশ-বিদেশের দামি অতিথিরা আসবেন, তাঁদের বিত্তের
বৈভবটা ভালোমতো না দেখালে কী আর চলে! এ
কারণেই বিয়ের পোশাকের দামটা একটু বেশি। কত,
শুনবেন? মাত্র ২২০ কোটি টাকা।
ইন্ডিয়া টাইমসের খবরে জানা গেল, এ বিয়ের খরচাপাতি
আগা থেকে গোড়া পর্যন্তই একটু ‘বেশি বেশি’। শুনলে
মাথা ঘুরপাক খাবে সবারই। যেখানে যান, যেদিকে তাকান
কেবলই স্বর্ণের আবরণ, জিনিসপত্র সবই যেন পারলে
স্বর্ণে মোড়ানো। কাজেই বিয়ের পোশাকটা একটু
আলাদা তো হতেই হবে। আর তাতে যে স্বর্ণের আবরণ
কি প্রাচুর্য থাকবে, তা তো বলার অপেক্ষা রাখে না।
হয়েছে তেমনটাই, খরচে কার্পণ্য করেননি সৌদি রাজ
আবদুল্লাহ। বিয়ের এই পোশাক বানাতে খরচ পড়েছে ৩০
মিলিয়ন মার্কিন ডলারের বেশি, বাংলাদেশি টাকায় যার
মূল্যমান প্রায় ২২০ কোটি টাকা।
যে পোশাকের এমন দাম, তার আকার-আকৃতি তো একটু
বড় হবেই। ঐতিহ্যবাহী ছাঁটে বানানো এই পোশাক
আকারে বেশ বড়ই। বর-কনের বসার জায়গার অনেকটাই
দখল করে রেখেছে এই রাজকীয় পোশাক!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৩৩

কালীদাস বলেছেন: হে বড়লুক মানুষ, হের মন চাইছে হের মাইয়ারে এই ডেরেস পিন্ধাইছে। হের টেকার অভাব নাই, দুনিয়ার সবচেয়ে বড় তেলের রিজার্ভ হের, হে করতেই পারে। আমরা থার্ড ওয়াল্ডের ফকিন্নি দেশ, আমরা হের সমালুচনা করার কেডা? তারউপরে আমি মুসলিম হয়া হিন্দু নিক নিয়া বোলগাই, আমি তো আরও পারুম না :((

১১ ই মে, ২০১৬ রাত ২:৩২

রাসেল সরকার বলেছেন: তারাই ধ্বংসের পথে যারা আবু লাহাবের রাস্তায় পথ চলে ।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: যার আছে সে তো করবে।

১১ ই মে, ২০১৬ রাত ২:৩৫

রাসেল সরকার বলেছেন: সর্ব সাধারণের বাক স্বাধীনতা হরণ করে যারা সম্পদের পাহাড় গড়েছে, অতি দ্রুতই তাদের পতন হবে ।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

আম আদমি বলেছেন: বড় লুকের কারবার
ঠ্যাং তুলে দেয় গা'র পর

১১ ই মে, ২০১৬ রাত ২:৩৭

রাসেল সরকার বলেছেন: খুবই শিঘ্রই পতন হবে ।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ফেরদৌসা রুহী বলেছেন: এত্ত দামি পোষাকে বিয়ে করার আলাদা কোন ফায়দা আছে নাকি B:-)

১১ ই মে, ২০১৬ রাত ২:৩৮

রাসেল সরকার বলেছেন: নরকের আগুন তাদের জন্যই.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.