নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

দু\'কেজি চালের দামে সন্তান বেচতে চান ক্ষুধার্ত সিরিয়ীয় মা ।

১৬ ই মে, ২০১৬ রাত ১১:৫৩

চারদিকে হাহাকার । বাতাসে লাশের গন্ধ ভাসে । ঘরে-বাইরে পথে-ঘাটে, সর্বত্র কঙ্কাল লাশ । এক মুঠো খাবার নেই, পানি নেই, নেই ন্যূনতম ঔষধও । শরীরে এক তোলা মাংস নেই, কঙ্কালসা মানুষগুলো । তাদের চেহারা দেখলে চমকে উঠতে বাধ্য হবেন যে কেউ । আর সদ্যোজাত সন্তানদের দিকে তো চোখ ফেরানোই ভার ।
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’- কবি সুকান্ত ভট্রাচার্য্যের এই উক্তির দেখা মিলবে সিরিয়ায় । ক্ষুধার তাড়নায় ছটফট করছে জীবিত মানুষগুলো । তাই মায়ের কাছেও সন্তান নিরাপদ নয় । কেননা মাত্র দু’কেজি চালের আশায় বুকের সন্তানকে বেচে দিতে চান মা । কিন্তু কিনবে কে ? ক্রেতা নেই । বছর খানেক আগে কিন্তু তাদের অবস্থা এমন ছিল না । তারা ছিল এক সমৃদ্ধ দেশের গর্বিত নাগরিক । কোথাও অভাব ছিল না । স্বৈরশাসনের অবসানে সিরিয়াজুড়ে শুরু হয় গৃহযুদ্ধ । ক্রমশ দেশের বিস্তীর্ণ অংশের দখল নিতে শুরু করে জঙ্গি সংগঠন ইসলামিক ষ্টেট (আই এস) । বন্দুকের চোখরাঙানি তো ছিলই, এ বার তার সঙ্গে যুক্ত হলো খিদের লড়াই । সিরিয়ার সপ্তম বড় শহর ডেয়ার এজ্ব । তেল উৎপাদনে প্রথম সারিতে ছিল যে শহর, এখন সেখানে শুধুই হাহাকার । প্রত্যেক দিন একের পর এক শিশু অনাহারে, অপুষ্টিতে ঢলে পড়ছে মৃত্যুর কোলে । একই অবস্থা আর এক শহর মাদায়ার । কিছু দিন আগেও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পাহাড়ি শহরে এখন শুধুই হাড়গিলে মানুষের সারি ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আহ্ .........

১৭ ই মে, ২০১৬ রাত ১২:৩১

রাসেল সরকার বলেছেন: কি বলবো......!!!

২| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:




আরবদের যেই মাথা, উহারা আবারো বেদুইন হবেন।

১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:২৭

রাসেল সরকার বলেছেন: বিশ্ব মানবতা পুনরুদ্ধারে আমাদেরকেই এগিয়ে আসতে হবে ।

৩| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: কি যে কষ্টকর!

১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:২৯

রাসেল সরকার বলেছেন: পরিবর্তন অতীব জরুরী ।

৪| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:০৭

গোধুলী রঙ বলেছেন: মার্কিনদের সাম্রাজ্য নীতির ফল, এরাই দেশে দেশে গনতন্ত্র আমদানি করে। যদি ওদের শিক্ষিত/উন্নত বর্বর প্রানী না বলি তো আর কাদের বলবো।

১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৩১

রাসেল সরকার বলেছেন: মার্কিনরা গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র কায়েম করে মানবতাকে অবরুদ্ধ করেছে ।

৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:




আরবদের পড়ালেখা করতে দেয়নি আরব সরকারগুলো

১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৩২

রাসেল সরকার বলেছেন: মানুষ হত্যা সমাধান নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.