নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

সৌদি পিতার হাতে চার বছর ধরে গৃহবন্দী মেয়ে

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬


সৌদি আরবে এক ছেলেকে চুমু খাওয়ার অভিযোগে মেয়েকে চার বছর গৃহবন্দী করে রাখলেন এক পিতা। বুধবার লন্ডনের একটি আদালত সূত্রে এ খবর জানা গেছে।

আমিনা আল-জেফারি (২১) নামে ঐ নারী দাবি জানায়, এক ছেলেকে ‘চুমু খাওয়ায়’ তার পিতা মোহাম্মদ আল-জেফারি তাকে ঘরে চার বছর ধরে ঘরে আটকে রাখে। আমিনা ব্রিটিশ ও সৌদি নাগরিকত্বধারী। আমিনার আইনজীবী জানিয়েছেন, চার বছর আগে তাকে সৌদি আরব নিয়ে আসা হয়। তাকে খাবার, পানি, টয়লেট সুবিধা, ফোন এবং ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা হয়, এমনকি শারীরিক নির্যাতন চালানো হয় তার ওপর। আমিনার মাথা ন্যাড়া পর্যন্ত করে দেওয়া হয়।

আমিনা জানান, সে যাকে বিয়ে করতে চায় তার সাথে না দিয়ে, বরং এমন পরিবেশ সৃষ্টি করা হয় যাতে মুক্তির উপায় হিসেবে তাকে অন্য কাউকে বিয়ে করতে হয়। এ অভিযোগের পর আদালত ঐ নারীকে লন্ডন ফেরত পাঠানোর কথা জানায়। কিন্তু মেয়ের অভিযোগ খন্ডন করে আল জেফারি এক চিঠিতে বলেন, তাকে লন্ডন পাঠালে সে আবারো ধ্বংসাত্মক জীবনে ফিরে যাবে। বাবা হিসেবে তার স্বাস্থ্য ও নিরাপত্তা এবং সর্বোত্তম যাতে হয় সেটাই আমি করব।
২৮ জুলাই, ২০১৬ ইং দৈনিক ইত্তেফাক প্রকাশিতঃ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৮

মহা সমন্বয় বলেছেন: সৌদি আরবে এ ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগে লন্ডন ফেরত এক মেয়ে তার বাপ,চাচার অত্যাচারে আত্নহত্যাই করে বসল।

১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

রাসেল সরকার বলেছেন: দ্বীনের কেন্দ্রস্থল, কেবলাভূমি, মুক্তি সূর্যের উদয়স্থল তথা আল-আরব । একটা গণহত্যা, রক্তপাত এবং অসংখ্যা সাহাবায়ে কেরামের মাজার শরীফকে ধ্বংস করে, একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং হাদীস শরীফ দ্বারা ঘোষিত "আল-আরব' নাম পরিবর্তন করে গায়ে জোরে সৌদী-আরব নামে অভিহিত করে । বিশ্ব মুসলিমের প্রাণকেন্দ্র একক কোন গোষ্ঠির হস্তগত হওয়া মানে বিশ্ব মুসলিম পরাধীন হয়ে যাওয়ার নামান্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.