![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।
সুষ্ঠভাবে তবলীগ নীতি পরিচালনার জন্য মৌলবী ইলিয়াস মেওয়াতী একটি আইন পুস্তক রচনা করেন । যার নাম মালফুজাতে ইলিয়াস । সেই পুস্তকটিকে তিনি ২১৪টি উপদেশ বাণী দ্বারা সম্পাদন করেছেন । নিম্নে আমরা তার সেই পুস্তকের উপদেশ বাণী সমূহ হতে মাত্র ১টির সংক্ষিপ্ত আলোচনা করছি- (১) মৌলবী ইলিয়াস বলেনঃ তবলীগ জামায়াত ভক্ত ছাড়া অন্যান্য সকলেই অমুসলিম । যেমন- ইলিয়াস মেওয়াতী তার দলীয় লোকদেরকে উপদেশ দিয়েছন—খাঁটি মুসলমান ঐ ব্যক্তি, যে ব্যক্তি তবলীগ জামায়াত ভক্ত হয় এবং খাঁটি মুসলমান ঐ ব্যক্তি, যে তবলীগ জামায়াতীদের সহায্য সহযোগীতা করে । এ দু’ প্রকারের মানুষই মুসলমানে গণ্য, অবশিষ্ঠ মানুষ যারা তবলীগ জামায়াত সমর্থন করবে না তারা (ইলিয়াসী আইন মোতাবেক) অমুসলিম কাফের । এখানে মৌলবী ইলিয়াস মেওয়াতী ইসলাম ধর্মের অবিশ্বাসীদের কাফের বলেননি, তিনি তাবলীগ জামায়াত অবিশ্বাসীদেরকে কাফের বলে সাব্যস্ত করেছেন । ইলিয়াস মেওয়াতীর এ কুফুরী আইনের অন্তর্ভূক্ত হয়েছেন প্রথমে তার মৃত পিতা ইসমাইল মেওয়াতী । কারণ পিতা ইসমাঈল, পুত্র ইলিয়াস কর্তৃক তবলীগ জামায়াতের আবির্ভাবের পূর্বে মৃত্যু বরণ করেন । সেহেতু পিতা কুফুরী অবস্থায় মৃত্যু বরণ করেছেন । ইলিয়াসী তবলীগের সুযোগ লাভ করতে পারেননি ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯
রাসেল সরকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
পবন সরকার বলেছেন: চিন্তার কথা।