নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিত মহিলার নাম বাংলাদেশ ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

একদিন একজন মহিলাকে রাস্তার মধ্যে কিছু লোক ধর্ষণ করছিল। তো হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন ভদ্রলোক, তিনি এই দৃশ্য দেখে মানবতার খাতিরে ফিল্মি স্টাইলে ওই মহিলাকে বাঁচালেন। তারপর মহিলাটাকে ওই ভদ্রলোক নিজের বাড়িতে নিয়ে গেলেন তার চিকিৎসা করালেন তাকে আশ্রয় দিলেন। কিন্তু ভদ্র লোকটি আসলে ভদ্র ছিলেন না। তিনিও ওই ধর্ষকদের মতই ছিলেন। তিনিও ওই ধর্ষকদের মত মহিলাটাকে দেখে তার চেতনা জেগে উঠে। এজন্য তিনি রাস্তার মধ্যে এসব না করে তাকে বাসায় আটকে রেখে আজ পর্যন্ত প্রত্যেক দিন ধর্ষণ করে চলেছেন। কি মর্মান্তিক তাই না? এবার আসেন আসল কথায়। ধর্ষক গুলা ছিলেন ১৯৭১ সালের পাক সেনারা আর ভদ্রলোকটি হচ্ছেন ভারত। আর ধর্ষিত মহিলাটি হচ্ছে বাংলাদেশ! আমাদের বোন "ফেলানির" কথা নিশ্চয় ভুলিনি আমরা । প্রতিনিয়ত বর্ডার সিমান্তে কি ঘটছে, তা মিডিয়ার দিকে তাকালেই দেখা যায় ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ স্বাধীন হওয়ার এট বছর পর, কেন ফেলানী শিক্ষার সুযোগ পায়নি; কেন ফেলানী নিজের বিয়ের টাকা আয় করতে ভারত গেলো; কেন মেয়ে হয়েও মই দিয়ে কাঁটা টারের উপর দিয়ে আসছিলো; একটা পরে যাওয়া মেয়েকে কেন ফাকিং বিএসএফ সদস্য গুলি করলো; এসব আপনার মাথায় ঢুকবে বলে তো মনে হয় না; আপনার মাথায় মগজের বদল ডোডো পাখীর ডিম আছে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

রাসেল সরকার বলেছেন: এই রকম শত শত ফেলানী ধর্ষিত হচ্ছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে নিরপরাধ মানুষকে । পত্রিকার দিকে চোখ বুলালেই দেখা যায় । গোড়ামী আমাদের স্বভাব নয়, আমরা কোন অপরাজনীতির দালালী করি না ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনারা যেটা দেখেন, সেটাই দেখেন; দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক পরিস্হিতি, বেকার সমস্যা, চোরাকারবারী, শিক্ষার হার, সবকিছুর সমন্ময় ঘটায়ে জাতির অবস্হান, নাগরিকের অবস্হানকে এনালাইসিস করতে পারেন বলে মনে হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.