![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।
মানবতার কন্ঠস্বর বিদ্রোহী কবি কাজী নজরুলের লিখনী স্পষ্টতই প্রমাণ করে যে, তার সমসাময়িক কাল বা জীবদ্দশায় পবিত্র ইসলামের পূর্ণাংগ বিশুদ্ধ নির্ভেজাল দিশা ছিল না । সাম্যের কবি নজরুল বেদনাহত হৃদয়ে তার লিখনীতে উল্লেখ করেছেন,
"পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস যামী,
তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও!!"
আশেকে রাসুল কবি নজরুল পীর-মুর্শীদ বিরোধি ছিলেন না । বরং সত্যিকারের পীর-মুর্শীদের সন্ধানী ছিলেন । তাই তো প্রাণাধিক প্রিয়নবীর সাহায্য ও শাফায়েত কামণা করেছেন দিবস-যামী ।
আশেকে রাসুল কবি নজরুলের অব্যক্ত হৃদয়ের আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন কালজয়ী দিশারী শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা ।
আল্লামা ইমাম হায়াত একদিকে বস্তুবাদে নিমজ্জিত তথা সুন্নীয়তের ছদ্মবেশী সর্ব প্রকার অপশক্তির কবল থেকে ঈমানিয়াতের বিশুদ্ধ নির্ভেজাল পরিপূর্ণ ও পূর্ণাংগ দিশা পুনঃরুদ্ধার করেন ।
অন্যদিকে অপরাজনীতির অপকাঠামো থেকে মানব জীবনের রাষ্ট্রীয় ও বিশ্ব অধ্যায়ের জীবননীতি ও রাষ্ট্রনীতির প্রাকৃতিক রাজনৈতিক দিশা ও দর্শন প্রবর্তন করেন, যা সাম্যের কবি, মানুষের কবি, বিশ্বের কবি নজরুলের স্বপ্নের ব্যবহারিক বাস্তবায়নের মহতি উদ্যোগের নাম “বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বা বিশ্ব মানবতা বিপ্লব" ।
যেখানে ধর্ম-বর্ণ-জাতি-শ্রেণী-লুগু-গুরু বলতে কোন কিছুরই ব্যবধান নেই । ধর্ম যার যার, বিশ্ব ও মানবতা সবার ।
বিশ্ব মানবতার পরম বন্ধু ইমাম হায়াত বলেন:
"আর নয় রুদ্ধতা সংকীর্ণতা
সবাই বলো মানবতা মানবতা"
২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
রাসেল সরকার বলেছেন: স্বৈরাচার স্বৈরতান্ত্রিক অপকাঠামো তথা বস্তুবাদী মতবাদের মউত এবং বিশ্ব মানবতার হায়াত
২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৯
হাফিজ রাহমান বলেছেন: ইমাম হায়াত কে ? উনার বিস্তারিত পরিচয় তুলে ধরুন। বিশেষত উনার আকীদা বিশ্বাসগুলো তুলে ধরুন। তবে যতটুকু জেনেছি তাতে খুব একটা ভালো মনে হচ্ছে না।
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
রাসেল সরকার বলেছেন: ইমাম হায়াত সম্পর্কে বিস্তারিত জানতে লিংক:https://www.facebook.com/WorldHumanityRevolution/
৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯
আবু তালেব শেখ বলেছেন: প্রথম কথা আপনার প্রোফা: পিক টা সরানো উচিৎ। দ্বিতীয় কথা কাজী নজরুল নবীর স এর আশেক ছিলেন।
অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান ও কম না।
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
রাসেল সরকার বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০
১৯৭১ মুক্তি বলেছেন: বিদ্রহী কবি, সাম্যের কবি, মানুষের কবি......... নজরুল কে পরিচিত লরার জন্য কোন আল্যামা হায়াত/মউত দরকার নেই। যত্তসব ফালতু কোথাকার??
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৬
রাসেল সরকার বলেছেন: আত্মা যখন মিথ্যার আধাঁরে নিমজ্জিত হয়ে যায় তখন পরম বন্ধুকে শত্রু মনে হয় ।
৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
কাউয়ার জাত বলেছেন: ইমাম হায়াত মউত কি কাউয়া মুরীদ করেন?
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮
রাসেল সরকার বলেছেন: বাবা-মা-শিক্ষক-উস্তাদ যেভাবে শিক্ষা দিয়েছেন, সে ভাষা-শব্দ ব্যবহার করুন । কথায় আছে, ব্যবহার বংশের পরিচয় বহন করে । ধন্যবাদ
৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
ক্স বলেছেন: ভাইজান কি রাগারভাগি? রাগারভাগি হইলে কিন্তু এই ব্লগে ভাত নাই। লাত্থি উশটা খাওনের আগে দৌড় দেন।
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৯
রাসেল সরকার বলেছেন: ব্লগের সাথে সম্পর্ক কি ? মানুষ কখনো অমানুষের ভাষা-শব্দ ব্যবহার করবে না বা করেনা । ধন্যবাদ
৭| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
টারজান০০০০৭ বলেছেন: নজরুলের ছবি বাদ দিয়া ইমামে মউতের ছবি দিতেন !
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬
রাসেল সরকার বলেছেন: যাদের আত্মা-জীবনে কাফের এজিদের নাপাকি বিদ্যমান, তাদের কাছ থেকে ভাল ব্যবহার কেউ আশা করেনা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইমাম হায়াত না মউত ইনি আবার কেডা?