![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।
খুন হওয়া কিশোরী বিউটি আক্তারের ছবির পাশে ধর্ষক-খুনী বাবুল। ইতোমধ্যেই খুনী বাবুলের মা ইউপি সদস্য খুনের কাজে সহায়তাকারী কলমচান ও সন্দেহভাজন হিসেবে ঈসমাইল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষক-খুনী বাবুল পলাতক। তার ছবিটি ছড়িয়ে দিন। পুলিশকে সহায়তা করুন। তাদের দেখা মাত্রই ধরে পুলিশকে জানান। কপি-পেস্ট বা শেয়ার করে ধর্ষক-খুনী বাবুলকে ধরতে সহায়তা করুন।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২
রাসেল সরকার বলেছেন: অপরাধীর কোন দল থাকতে পারেনা কিন্তু কোন দলের সমর্থক বা সহযোগী যখন অপরাধ তখন যদি দৃষ্টান্ত মূলক শাস্তি না হয় তখন দায়বার সে দল কিংবা সরকারের উপরই বর্তায় । আমরা দৃষ্টন্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি
২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হারামির চেহারাটাই বান্দরের মত। অর খবর আছে?
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫
রাসেল সরকার বলেছেন: দুনিয়া মানুষের নিয়ন্ত্রে নেই, অমানুষের জবর-দখলে সঠিক বিচার হবে মনে হচ্ছে না ।
৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওর চৌদ্দ গোষ্ঠী আগুন দিয়ে পুড়লে একমুঠ ছাই হবেনা। ওর পারিবারিক ইতিহাস খুবই খারাপ। চেহারায় বুঝা যাচ্ছে ফ্যামিলির আশকারা পেয়ে ধর্ষকে রুপান্তর হইছে।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
রাসেল সরকার বলেছেন: যথার্থ বলেছেন
৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ওর শাস্তি নিশ্চিত করবার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা উচিত।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
রাসেল সরকার বলেছেন: রক্ষক যদি ভক্ষক হয় তখন ন্যায় বিচারের আশা করা যায় না ।
৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
এসএম মাসুম বলেছেন: সঠিক।। বিচার চাই।।। বিচারের বাস্তবায়ন দেখতে চায়।।।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
রাসেল সরকার বলেছেন: বাস্তবায়নের ইতিহাস বিরল ।
৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
রায়হানুল এফ রাজ বলেছেন: আর কত দেখতে হবে এইসব???
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯
রাসেল সরকার বলেছেন: যতদিন মানবিক রাষ্ট্র ও বিশ্ব কায়েম না হবে
৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৭
তাওহিদ হিমু বলেছেন: প্রথমবার ধর্ষিত হবার পর নাকি বিচার চেয়েও বিচার পায় নি। ধর্ষণকারী তখন প্রতিশোধ নিতে দ্বিতীয়বার ধর্ষণ করে খুন করল।
সালার পুলিশ! একটা চোর-বাটপারকে ধরে না। কমিশন খেয়ে ক্রিমিনালকে ছেড়ে দেয়, পথেঘাটে নিরীহ মানুষ থেকে চাঁদাবাজি করে আর অগণতান্ত্রিক স্বৈরাচারীদের মসনদ রক্ষায় রাষ্ট্রীয় সন্ত্রাসীতে পরিণত হয়। আফ্রিকার কোনো জঙ্গলের আইনশৃঙ্খলাও এদেশের থেকে ভাল বোধহয়।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০
রাসেল সরকার বলেছেন: যথার্থ বলেছেন
৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১
নূর আলম হিরণ বলেছেন: আশাকরি শুধু গ্রেপ্তার না, দ্রুতই বিচারকাজ সমাপ্ত করা হবে।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০
রাসেল সরকার বলেছেন: তাই যেন হয় । ধন্যবাদ
৯| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: রাসেল সরকার ,
সকল বিবেকবান মানুষের মতো আমিও চাই ধর্ষক ধরা পড়ুক তার দ্রুত বিচার হোক । তবে বিচারটা হোক অন্য প্রক্রিয়ায় -- ধর্ষককে ধরে স্থানীয় স্টেডিয়াম বা সদর রাস্তার উপরে দাঁড় করিয়ে তার পরিবারের সকল মেয়ে সদস্যাদের তার সামনে এনে তাদেরকে ধর্ষন করতে বলা হোক । যতোক্ষন পর্যন্তে সে তা না করবে ততোক্ষন পর্যন্ত তার পাছা বেতিয়ে লাল করে দিতে হবে , পুরুষাঙ্গে আধলা ইট বেঁধে রাখতে হবে ।
এখন বলবেন তার পরিবার কি দোষ করেছে ! তার পরিবার হয়তো দোষ করেনি কিন্তু এরকম একটি দৃষ্টান্তমূলক শাস্তিই একমাত্র পারে সব বেজন্মাগুলোকে এমন কাজ থেকে বিরত রাখতে ।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০১
রাসেল সরকার বলেছেন: সহমত
১০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এই অপরাধের কঠিন বিচার হওয়া দরকার।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০১
রাসেল সরকার বলেছেন: ক্ষমাহীন শাস্তি চাই
১১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০২
হাঙ্গামা বলেছেন: একজন আবার শুরুতেই কান্তে আইছে এই বইলা যে ধর্ষকের কোন দল নাই।
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
রাসেল সরকার বলেছেন: অপরাধীর ক্ষমাহীন শাস্তি চাই
১২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
ক্স বলেছেন: এই ব্যাটা পালিয়ে যাবে। পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াবে, পুলিশ খুঁজে পাবেনা, পেলেও গ্রেফতার করবেনা। করলেও জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং ভিক্টিমের পরিবারকে হুমকি ধামকি দেবে। বিচার হলেও শাস্তি হবেনা। শাস্তি হলেও উচ্চ আদালতে গিয়ে শাস্তি কমে যাবে। জেলে ঢুকলেও উপরের নির্দেশে মাস দুয়েক পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসবে।
এটা বাংলাদেশ রে ভাই! এখানে জানোয়ারের শাস্তি চেয়ে লাভ নাই।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪
রাসেল সরকার বলেছেন: চলমান পরিস্থিতি এবং ইতিহাস তাই বলে । যথার্থ বলেছেন
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ক্স বলেছেন: এই ব্যাটা পালিয়ে যাবে। পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াবে, পুলিশ খুঁজে পাবেনা, পেলেও গ্রেফতার করবেনা। করলেও জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং ভিক্টিমের পরিবারকে হুমকি ধামকি দেবে। বিচার হলেও শাস্তি হবেনা। শাস্তি হলেও উচ্চ আদালতে গিয়ে শাস্তি কমে যাবে। জেলে ঢুকলেও উপরের নির্দেশে মাস দুয়েক পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসবে।
এটা বাংলাদেশ রে ভাই! এখানে জানোয়ারের শাস্তি চেয়ে লাভ নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫
কলাবাগান১ বলেছেন: এখনও আওয়ামী কানেকশান আসে নাই??? ধর্ষকের কোন দল নাই