![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।
দেওয়ান বাগীর নাম শুনে নাই, এমন বাংলাদেশী খুঁজে পাওয়া কঠিন । ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা থেকে শুরু করে ওহাবী মওদুদী এবং অনেক সুন্নী সমর্থিত পীর দরবার খানকা অনেকেই দেওয়ানবাগীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে । স্যোসাল মিডিয়ার প্রায় সব সাইটেই দেওয়ানবাগীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের বক্তব্য পাওয়া যায় । তাই বলে দেওয়ানবাগীর খাছ ভক্তবৃন্দ কি দেওয়ানবাগীকে ত্যাগ করেছে ? ত্যাগ করে নাই । যতটুকু শুনেছি এখনো দেশ বিদেশে দেওয়ানবাগীর অসংখ্য ভক্তবৃন্দ আছে এবং অনেকেই নিয়মিত ফান্ড দেয় ! কেন দেয় ? দেয় পরকালে মুক্তির আশায় । আবার অনেক ভক্তবৃন্দ দেওয়ানবাগীর অসংখ্য অলৌকিক ঘটনারও বয়ান দেয় ।
বিভিন্ন মহলের এত বিরোধীতা সত্ত্বেও দেওয়ানবাগ কিন্তু বন্ধ হয়ে যায়নি । তাদের কার্যক্রম কিন্তু নিঃশেষ হয়ে যায়নি । হাজার হাজার ভক্তবৃন্দের বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমেই দেওয়ানবাগীর কার্যক্রম চলমান আছে । কারণ তারা বাহিরের সমালোচনাকে পাত্তা দেয়না । ভক্তবৃন্দের দৃঢ় বিশ্বাস; পরকালে দেওয়ানবাগীই তাদের মুক্তিদাতা । এহেন বিশ্বাস না থাকলে কেউ দেওয়ানবাগ দরবারে টিকতে পারবেনা । অনুরূপভাবে পাকিস্থানী পীর তাহের শাহ, আটরশি, মাইজভান্ডারী, রেজভীয়া এবং সাইফুর রহমান নিজামী সাহেবেরও অসংখ্য ভক্তবৃন্দ দেশ বিদেশে ছড়িয়ে আছে । প্রত্যেক পীর ও ইমাম দাবীদারগণের ভক্তবৃন্দের দৃঢ় বিশ্বাস যে; প্রত্যেকের পীর ইমাম ই পরকালের ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্ত করবেন ।
কোন ব্যক্তি কিংবা মহলের বিরোধীতার কারণে দেওয়ানবাগীর অনুসারিরা কিন্তু তাদের যুগের ইমাম দাবী বা প্রচার থেকে সরে আসেনি । সম্প্রতি এক ভিডিওতে দেখলাম প্রয়াত দেওয়ানবাগী সাহেবের এক সাহেবজাদা দেওয়ানবাগীকে ইমাম মাহদী হিসেবে আখ্যায়িত করেছেন
আমি কারো বিশ্বাস এবং আবেগ অনুভূতির বিরুদ্ধে বলছি না । প্রত্যেকের বিশ্বাস আবেগ অনুভূতিকে সম্মান জানাই । কার বিশ্বাস কতটুকু যৌক্তিক ছিল বা সঠিক ছিল তা দয়াময় স্রষ্টার বিচারিক আদালতেই প্রমাণ হবে । সাধারণ ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে পীর ইমাম দাবীদার প্রত্যেকেই তাদের স্ব স্ব কৃতকর্মের ফল ভোগ করবে ভালো কিংবা মন্দ ।
রাসেল সরকার (ব্রুনাই)
২২-১০-২০২২
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৭
রাসেল সরকার বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১১
সোনাগাজী বলেছেন:
দেওয়ান বাগী ছিলো ঢাকার নবী।
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৩
রাসেল সরকার বলেছেন: আপনি আস্তিক হলে পবিত্র নবী শব্দের যত্রতত্র ব্যবহার না করার অনুরোধ রহিল ।
৩| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পীর মানেই ভন্ডামী।
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:০২
রাসেল সরকার বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত নই ।
৪| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: প্রত্যেকেই স্ব স্ব কৃতকর্মের ফল ভোগ করবে
কথা হচ্ছে- মৃতুর আগে? না মৃত্যুর পরে?
৫| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৪
জ্যাকেল বলেছেন: কৃতকর্মের ফল আসলে এই জীবনে না, মৃত্যুর পরে আসল জীবন শুরু হলে পরে শুরু হবে।
৬| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
জগতারন বলেছেন:
আমি কারো বিশ্বাস এবং আবেগ অনুভূতির বিরুদ্ধে বলছি না । প্রত্যেকের বিশ্বাস আবেগ অনুভূতিকে সম্মান জানাই । কার বিশ্বাস কতটুকু যৌক্তিক ছিল বা সঠিক ছিল তা দয়াময় স্রষ্টার বিচারিক আদালতেই প্রমাণ হবে । সাধারণ ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে পীর ইমাম দাবীদার প্রত্যেকেই তাদের স্ব স্ব কৃতকর্মের ফল ভোগ করবে ভালো কিংবা মন্দ ।
সহমত!
লাইক!!
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:০৩
রাসেল সরকার বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৯
কামাল৮০ বলেছেন: এটা আর নতুন কথা কি।ফলো এখানেই ভোগ করছি।
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:০৪
রাসেল সরকার বলেছেন: যথার্থ বলেছেন । ধন্যবাদ
৮| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪২
নতুন বলেছেন:
যারা দেওয়ানবাগীর ভক্ত তাদের সাথে কোন কথা বলতে নাই।
এই জামানায় যারা এমন জিনিসের ভক্ত হয় তাদের মাথায় সমস্যা আছে, তাদের যৌক্তিক ভাবনার ক্ষমতা তাদের ব্রেনে নাই তাই তাদের সাথে কথা বলে সময় নস্ট করতে চাই না।
২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪
রাসেল সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি অন্য ধর্মের বিশ্বাস, অনুভূতির বিরুদ্ধে বলতে না পারেন, কিন্তু ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে কোরআন, সুন্নাহ বিরোধী কিছু হলে তা বলার অধিকার অবশ্যই আপনার আছে। দেওয়ানবাগী, কাদিয়ানি, আটরশি, মাইজভান্ডারী ইত্যাদি'র সাথে মূল ইসলামের কোন সম্পর্ক নেই। শুধু শর্টকাট মুসলমানদের আবেগের উপর দিয়ে এরা চলছে। প্রত্যেকেই স্ব স্ব কৃতকর্মের ফল ভোগ করবে অবশ্যই...