![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
রূপান্তর!
ওটা তোমার প্রতিভা।
অনাবিষ্কৃত ভয়ঙ্কর সম্ভাবনায় -
জিয়ন কাঠির স্পর্শ।
নিকষ অন্ধকারে ডুবতে ডুবতে,
মস্তিস্কের বিকিরণ।
রূপান্তর!
রহস্যের হাত।
ওটা পাগলামি-
উন্মাদের বিভ্রম।
ছুয়ে দেখার প্রবল আগ্রহ-
অবশেষে মশাল প্রজ্জ্বলিত।
তোমার আলোকশিখায় দিপ্তী,
অমানিষা ঘোর অতৃপ্তি।
প্লে অফ গেমের রাতে
চতুর্মাত্রিক স্ক্রীপ্ট হাতে
দাড়িয়ে পরেছি-
জন্ম ও জন্মান্তরের সামনে।
রূপান্তর!
সময় এসে গেছে,
স্বতঃস্ফূর্ত ও আদিম হবার।
জেগে ওঠো , পথ দেখাও-
সময়টা ইনহ্যাল্যাশন রিফ্লেক্সের!
ভালবাসি!
অপ্রত্যাশিতভেই শব্দটা প্রতিধ্বণিত হলো,
আরো একবার-
এবং আবারও।
হায় ঈশ্বর!
পুনঃজন্ম হয়েছে।
এটাই নিয়তি।
আরেকবার রূপান্তরিত হবো।
হাতের প্রথম স্পর্শ-
প্রতিনিধিত্ব করে মানবিক বোধগম্যতার-
জীর্ণ আলোক!
এলিয়েন!
ভালবাসি,
ভালবেসে,
ভালবাসায়,
রূপান্তরিত হও ইভে।
প্রত্যাশা;
এলিয়েন!
একটি শিল্পকর্ম,
উদীয়মান এক প্রতিভু।
গ্রেট প্যাসন !
লাষ্ট সাফার !
২৭ শে জুন, ২০১৫ রাত ২:২০
রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
জিয়ন কাঠি কি ?
ভালো থাকবেন ভ্রাতা