![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
পেজের নাম বাকশাল-Bakshal , বাশের কেল্লা , Pakistan Zindabad এরকম আরও বহু পেজ পাওয়াযাবে যেগুলোতে লাইক দেয়া অনেক পরিচিত জনদেরও । এই পেজগুলোতে সাধারনত যা করা হয় তা হলো মুক্তিযুদ্ধ বিরোধী পোস্ট দেয়া হয় সবসময় কিংবা শেখ হাসিনাকে ব্যাঙ্গ করে বিভিন্ন ধরনের আপডেট ।
মূল কথায় আসা যাক অনেক কেই অনেক বার বলেছি ভাই আপনার এই পেজে লাইক দেয়া তারা নিজ নিজ যায়গা থেকে নিজেদের অবস্থান পরিস্কার করেছে ।
আশ্চর্যের বিষয় এরকমের পেজে লাইক দেয়া অনেকেই সম্পূর্ণ মুক্তিযুদ্ধের পক্ষের অনেককেই দেখেছি আমরা যারা এরকম পেজে যারা লাইক দেয় তাদের নিয়ে যখন কথা বলেছি তখন তাদের ব্যঙ্গ করে স্ট্যাটাসও দিয়েছে । কেউ কেউ নিজেই তারা এরকমের পেজে লাইক দিয়েছে বলে লিখে স্যটায়ার দিয়েছেন অনেক । আসলে তাদের কাছে এই ব্যাপারগুলো অনেকটা সিলি মনে হলেও ব্যাপারটা যে অতটা সিলি নয় তা আমি নিজেও জানতাম নাহ ।
মূলে আসা যাক সাইবার নিরাপত্তার স্বার্থে সাইবার মনিটরিং টীম কাজ করে থাকে সরকারি এবং বেসরকারি দুই ভাবেই । যারা আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা কি করে বেড়ায় এসব মনিটরিং করে । সুতারং আপনি মজা করে যদি কোন রাস্ট্র বিরোধী পেজে লাইক দিয়েও থাকেন এটাই আপনাকে ভোগাবে । ব্যাপারটা আপনার কাছে সামান্য হলেও রাস্ট্রের কাছে সামান্য নয় ।
বাস্তব একটি ঘটনার কথা বলছি সবারই মনে আছে কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষককে হত্যা করা হয় যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টীম নামক একটি গ্রুপ তাদের ফেসবুক পেজে । সরকারের মনিটরিং টীম ঐ পেজে লাইক দেয়াদের খুঁজতে খুঁজতে বগুড়া থেকে ক্লাস এইটে পড়ুয়া এক ছেলেকে গ্রেফতার করে এবং ঐ ছেলেটি স্বীকারও করে নেয় সে জড়িত । এরপরে সরকারের গোয়েন্দারাও চিন্তায় পরে যায় আসলেই কি আনসারুল্লাহ নামে কিছু আছে নাকি এরকম সামাজিক সাইটে সমর্থক গোষ্ঠী পেজ খুলে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে ।
পুনশ্চ-
আশা করি এরকম পেজে যাদের এখনও লাইক আছে দয়া করে নিজের নিরাপত্তার জন্য হলেও আনলাইক করুন আর আপনি যদি সত্যিকারেরই মুক্তিযুদ্ধের আদর্শের হয়ে থাকেন তবে কোন ভাবেই আপনার লাইক বাটন বাকশাল কিংবা পাকিস্তান জিন্দাবাদের মতো পেজে খুজে পাওয়ার কথা নয় ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
দেশী ম্যান বলেছেন: @নিয়ন, তোমাদেরকে যে এত বছর ধরে ডিম সেদ্ধ করে লবন দিয়ে খাওয়ানো হচ্ছে ভালো লাগতেছে না? বাশ খাইতে মন চায়? সেটাও দেয়া হবে, জাস্ট শুরু হইছে। এরপর গ্যাস, খাবার সব বন্ধ করে দেয়া হবে। কি করবি সেটা বল, শুধু দাড়া তোদের ডিম দেয়া হবে মার্কা কথা বলিস না। কি করবি সেটা বল। দেশ চালাবে আওয়ামী লীগ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: এসব হুমকি ধামকি দিয়ে কাজ হবে না।