![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..........................................................................................................
আচ্ছা বিবেক তো কোন পশুর মধ্যে থাকে না, সম্ভবত এটা মানুষের মধ্যেই থাকে।
কিন্তু যখন আমরা খবরের কাগজগুলোতে দেখতে পাই- কোন মানুষ ক্ষুধার যন্ত্রণায় নিজের প্রশাব পান করছে অথবা খাবার নিয়ে মারামারি করে ১০০জন নিহত হয়েছে। তখন আমাদের মানুষের এই বিবেক আসলে কোথায় থাকে।
এই হতভাগ্য, প্রতারিত ও নির্যাতনের শিকার মানুষগুলোকে দেখে আমাদের মানুষের বিবেকগুলো কি একবারও জাগ্রত হয় না।
ওহ তাই তো- কেনই বা তাদের জন্য বিবেক কাজ করবে- তারা তো রোহিঙ্গা, ওদের অর্থ নেই, ওদের দেশ নেই, ওদের রাজনিতি নেই, ওদের নেতা নেই। সে-কি ওরা তো মুসলিম, মানুষ হিসেবে জন্ম নিয়ে ওরা করেছে পাপ.......................না না আমাদের বিবেক তো এখানে কাজ করবে না।
আজ কোথায় লুকিয়ে আছে সমাজবাদী, জাতীয়তাবাদী কিংবা মানবতাবাদী। কেউ নেই কেন???
কারন এখানে স্বার্থ নেই অথবা অর্থ নেই। তাই বলে মানুষের কি বিবেক নেই???
না না না আমরা মানুষ নই.......................
©somewhere in net ltd.