![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.............................................................................
আমরা অর্থাৎ বাঙ্গালীরা সর্বোচ্চ দেশপ্রেম দেখাই মুরগির সাথে।
আমরা যদি শাড়ি কিনতে যাই প্রথম পছন্দ ইন্ডিয়ান শাড়ি।
যদি জামা কিনতে যাই প্রথম পছন্দ পাকিস্তানি জামা।
জুতা কিনবো অবশ্যয় থাই হওয়া চাই।
পারফিউম কিংবা কসমেটিক্স কিনতে গেলে ইউরোপিয়ান, আমেরিকান পণ্য পছন্দের সেরা।
আর মোবাইল তো চাইনিজ ছাড়া কোন কথাই নেই।
কিন্তু এই মুরগি কিনতে গেলে আমরা পাক্কা দেশপ্রেমিক হয়ে যাই। খালি দেশি মুরগি খুজতে থাকি।
হায়রে দেশপ্রেম, শুধু মুরগির মধ্যেই রইয়া গেলি।
আসুন আমাদের এই দেশপ্রেমটি মুরগি থেকে ছড়িয়ে দেই দেশের সকল দেশি পণ্যে।
২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
কোনটে বাহে জাগো বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:৪১
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন তো!
৪| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:৫৮
ইমরান আশফাক বলেছেন: হা হা হা (ইমো কই?)
৫| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৩
শ্রাবণধারা বলেছেন: কপি করলে লিখে দিতে হয় ফেসবুক থেকে কপি মারছি, নইলে ব্লগ কতৃপক্ষের কাছ থেকে চটকানা এবং কানমলা খাবার চান্স থাকে । অতএব সাবধান ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ