![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- হামার অংপুরি ভাষাত সিরাজুদ্দৌলা নাটক ---
নবাবীর শ্যাষ সময়োত একদিন নবাব সিরাজ দেখিল প্রাসাদের এক কানিত আন্ধারোত কায় য্যান নুকি আছে। দেখি নবাব কইল -
নবাব সিরাজ : কায় কায় অটে?
এক বেটিছাওয়ার গলাত উত্তর আসিল, হুজুর মুই আলেয়া।
নবাব সিরাজ : আলেয়া!! তা কি করিস তুই আন্ধারোত নুকিয়া??
আলেয়া : হুজুর ভাত আন্দোং
নবাব সিরাজ : ও ভাত আন্দিস! তা তরকাই কি??
আলেয়া : ইয়াও হুজুর, তরকাই তেমন কিছু নাই, ইয়াও ... মানে ... আফ্রিকান মাগুর দিয়া আলু আর খটখটিয়ার বাইগন ভর্তা
নবাব সিরাজ : কি?? কি কলু?? আফ্রিকান মাগুর!! বাংলা বিহার উড়িষ্যার নবাব মুই সিরাজুদ্দৌলা, আর মুই খাইম আফ্রিকান মাগুর!! ক্যানে তোর বাড়ির পাছপাকোত কি ঢেঁকিয়া শাক, কচুর পাতাও আছিল না??
আলেয়া : হুজুর ঢেঁকিয়া শাক আন্দিম??
নবাব সিরাজ : থাউক, এ্যালা আর আন্দি কি করবু, কাইল খিলাইস। আইচ্ছা গোলাম হোসেনোক দেখতোছো না ক্যানে?? গোলাম হোসেন?? গোলাম হোসেন??
গোলাম হোসেন : জ্বি হুজুর
নবাব সিরাজ : কোনটে থাকিস হারামজাদা??
গোলাম হোসেন : ইয়াও, হুজুরের পাওয়ের তলোত!!
নবাব সিরাজ : হুম, তা শুনলু গোলাম হোসেন, দিনকাল মোর এমনে খারাপ যায়ছোল যে নবাব সিরাজোক আইজ আফ্রিকান মাগুর খাওয়া নাগোসে! ইয়ার পর কি হইবে কায় জানে! এক এক করি তো মোর সউগ গেইল, এ্যালা কি যে হইবে!! কও গোলাম হোসেন, কায় দেবে মোক আশা, কায় দেবে মোক ভরসা, কায় শুনাইবে মোক আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া গান??? আহ!!
(Collected)
২| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
কোনটে বাহে জাগো বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩
আদম_ বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহা
অনেক মজা লাগলোতো। আরও চাই
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: কি চমৎকার লাগিল বাহে! পড়ি মুই ব্যাহুশ হওয়ার দশা। ধন্যবাদ আঞ্চলিক ভাষায় পোষ্ট দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪
নয়ন বিন বাহার বলেছেন: ভাল লাগল।
ফানি ভাষা..........